নিজস্ব প্রতিবেদক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এক নম্বর টার্মিনালের দ্বিতীয় তলায় ইমিগ্রেশন বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
রোববার সন্ধ্যা ৬ টায় দ্বিতীয় তলার এক নম্বর ইমিগ্রেশনে আগুন লাগে বলে ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার আতিকুর রহমান জানিয়েছেন।
তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গেছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছেন।
তিনি বলেন, কী কারণে অগ্নিকাণ্ড হলো, তা এখনই বলা যাচ্ছে না। আমরা আপাতত আগুন নিয়ন্ত্রণের কাজ করছি।
ফায়ার সার্ভিসের ডিজি মোহাম্মদ আলী সাংবাদিকদের বলেছেন, শিগগিরই সব কিছু স্বাভাবিক হয়ে যাবে। ভয়ের কিছু নেই। ইমিগ্রেশনে বৈদ্যুতিক গোলযোগের কারনে সিলিং থেকে ধোঁয়া বের হয়। সেটা কীভাবে, কোথা থেকে হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে।