মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
র্যাব-৩, সিপিসির সংশ্লিষ্ট অভিযানিক দুটি দল পৃথক ২টি মাদক বিরোধী অভিযান চালিয়ে গত ৮মে ২৮ হাজার ৩শ টি ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৮৪ লাখ ৯০ হাজার টাকা। র্যাব-৩, সিপিসি টিকাটুলির এক সূত্রে জানাযায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর ঐ অভিযানিক দল ঢাকা মহানগরীর ওয়ারী থানা এলাকা থেকে একটি মাইক্রোবাসসহ মোঃ সৈয়দ ৩০ কে আটক করে তার দেহ ও গাড়ী তল্লাশী করে ১৫শ টি ইয়াবা উদ্ধার পূর্বক তাকে গ্রেফতার করা হয়। এব্যপারে ওয়ারী থানায় মামলা নং-০৭ তারিখ: ০৯/০৫/২০২১ইং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া র্যাব-৩এর অপর অভিযানিক দল গত ৮মে ডিএমপি উত্তরা পূর্ব থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৩ হাজার ৩শ টি ইয়াবা এবং ৭ হাজার টাকাসহ মোঃ পিয়ার আহম্মদ ওরফে ওমর (২৩) কে গ্রেফতার করা হয়। এব্যাপারে উত্তরা পূর্ব থানায় মামলা নং-৬ তারিখ: ০৯/০৫/২০২১ইং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে র্যাব-৩ এর সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক এবং সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক- কবি ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।