ক্রীড়া ডেস্ক : এরই মধ্যে রিয়াল মাদ্রিদের সঙ্গে ৯ বছরের সম্পর্ক ছিন্ন করে জুভেন্টাসে যোগ দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। আগামী মাসে প্রীতি ম্যাচে মুখোমুখি হবে জুভেন্টাস ও রিয়াল মাদ্রিদ। যদিও এই ম্যাচে পর্তুগিজ ফরোয়ার্ডকে দেখা যাবে না।
যুক্তরাষ্ট্রের ফেডেক্স ফিল্ড স্টেডিয়ামে প্রাক-মৌসুম প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নস কাপের ম্যাচটি হবে আগামী ৫ আগস্ট।
বিশ্বকাপের শেষ ষোলো থেকে বিদায় নেওয়ার পর ছুটিতে আছেন পর্তুগাল অধিনায়ক রোনালদো। এখনো তিনি অনুশীলন শুরু করেননি। অনুশীলন শুরু করতে পারেন আগামী ৩০ জুলাই।
জুভেন্টাস ততদিনে যুক্তরাষ্ট্র সফরে থাকবে। ২৬ জুলাই বায়ার্ন মিউনিখ, ২৮ জুলাই বেনফিকা ও ২ আগস্ট এমএলএস একাদশের বিপক্ষে খেলবে জুভিরা।
আর ৫ আগস্ট তারা ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রিয়ালের মুখোমুখি হবে, রোনালদো তখন ম্যাচ খেলার মতো অবস্থায় থাকবেন না। প্রস্তুতির জন্য পাঁচ দিন যথেষ্ট নয়। জুভেন্টাসও তাকে নিয়ে ঝুঁকি নিতে চাইবে না।
উদাহরণ হিসেবে বলা যায়, গত মৌসুমে ছুটি থেকে ফেরার পর রিয়ালের হয়ে প্রথম ম্যাচের আগে ৯ দিন অনুশীলন করেছিলেন রোনালদো।
তথ্যসূত্র : মার্কা।