Featured দেশজুড়ে

রাতের বেলা ডাকাতি প্রতিরোধে সড়কের উভয় পাশের ঝোপ জঙ্গল পরিষ্কার

মো: রফিকুল ইসলাম রুবেল:

কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে আঞ্চলিক সড়কে রাতের বেলা চুরি, ছিনতাই, ডাকাতি প্রতিরোধে রাস্তার উভয় পার্শ্বের ঝোপ জঙ্গল পরিষ্কার করানো হচ্ছে। শীতকাল সামনে রেখে ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে সেজন্যই চুরি, ছিনতাই ও ডাকাতি রোধে সব শ্রেণী পেশার মানুষের চলাচল নিরাপদ করতে সড়কের দুপাশের ঝোপঝাড় পরিষ্কার করার এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিটন মিয়া।

মঙ্গলবার বার (১৮ নভেম্বর) সকালে ইউনিয়নের একদল গ্রাম পুলিশ ও স্থানীয়রা উপজেলার গাজীরটেক এলাকায় সহ সড়কের দুপাশের ঝুঁকিপূর্ণ ঝোপঝাড়, জঙ্গল পরিষ্কারের কাজ শুরু করেন তারা। এ কাজের সঠিকভাবে তদারকির জন্য সরেজমিন পরিদর্শন করেন কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: লিটন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতের বেলায় সড়কের পাশে এসব ঝোপঝাড় ও আগাছার আড়ালে লুকিয়ে থাকা অপরাধীরা সড়কে চলাচলকারী যানবাহনে ঢিল নিক্ষেপ করে ও বিশেষ কায়দায় অপরাধ সংঘটিত করে থাকে। এ থেকে পরিত্রাণ পেতে সড়কের জঙ্গল পরিষ্কার করা হচ্ছে।

কালিকাপ্রসাদ ইউপি চেয়ারম্যান মো: লিটন মিয়া বলেন, শীত ও ঘন কূয়াশায় যেন সড়কগুলোতে চুরি-ডাকাতি না হয় সেদিকে লক্ষ্য রেখে এবং জনগণের দুর্ভোগের বিষয়টি বিবেচনা করে স্থানীয়দের সহযোগীতা নিয়ে রোডের দুই পাশের ঝোপ, জঙ্গল পরিষ্কার করার উদ্যাগে নিয়েছি। নিরাপদ এবং মানুষের নিরাপত্তা বিধান করা আমাদের দায়িত্ব। ঘরমুখো মানুষ যাতে নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছতে পারে, সেজন্যই এই উদ্যোগ নেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *