মোঃ নজরুল ইসলাম, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার মুরাদনগর উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ রুহুল আমিনের বাবা আবুল হোসেন মাষ্টার (বি.এস.সি- অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক) এর জানাজার নামাজ শেষে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। রবিবার (২০ সেপ্টেম্বর) বাদ আসর মুরাদনগর উপজেলা সদরের বড় মাদ্রাসা মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। জানাজা নামাজে রাজনৈতিক, সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নের্তৃবৃন্দ অংশ নিয়েছেন। জানাজা নামাজে অন্যান্যের মধ্যে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নাহিদ আহম্মেদ, কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাবেক শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক, ইউপি চেয়ারম্যান কাজী আবুল খায়ের, মুরাদনগর উপজেলা সদরের ইউপি সদস্য আক্তার হোসেন, কুমিল্লা উত্তর জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি আহসান হাবিব শামিম, কুমিল্লা উত্তর জেলা কৃষকলীগের সদস্য হেলাল উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম সাহেদ, উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য জহিরুল ইসলাম জুয়েল, উপজেলা শ্রমিকলীগের সহ- সভাপতি কেএম শারফিন শাহ্, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়সাল আহম্মেদ নাহিদ, যুগ্ম আহবায়ক সফিক তুহিন, ইউপি সদস্য সাহেদুল হক সুজন,
যুবলীগ নেতা ওমর ফারুক দেলোয়ার, রকিবুল শামিম, রফিকুল ইসলাম হিন্দি, মোজাম্মেল চৌধূরী, মাহাবুব আলম, ছাত্তার চৌধূরী প্রমূখ উপস্থিত ছিলেন। গত বুধবার (১৬ সেপ্টেম্বর) ফুসফুস জনিত কারণে ঢাকার ইনসাফ বারাকা কিডনি এন্ড জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রবিবার ভোওে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবুল হোসেন মাষ্টার। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন তিনি।