It is generally used to relieve itching, redness, and swelling related to various skin depanten gel disease.
পলাশ আহমেদ,বিশেষ প্রতিনিধি :
মাওলানা সৈয়দ কুতুবউদ্দিন আহমেদ আল হােসাইনী চিশতি এক সুপ্রসিদ্ধ সুফিসাধক, লেখক ও গবেষক ছিলেন।কিশােরগঞ্জং জেলাধীন অষ্টগ্রাম উপজেলার অষ্টগ্রাম হাবিলী নয় কোশার জমিদার বাড়ির সুবিখ্যাত সৈয়দ পরিবারে তাঁর জন্ম হয়।
সৈয়দ সাহেব কয়েকটি পুস্তক ও কয়েক শত ভক্তিমূলক উর্দু-বাংলা গজল-কাছিদা গান রচনা করেন। নেয়মতে খােদা আহলে বাইতে মস্তুফা, আত্মার খােরাক,সত্যের মানদন্ড ইমাম হুসাইন(আঃ) এবং প্রদীপ নামে পুস্তক চারখানি প্রকাশিত হয়েছে। বাকিকয়েকখানা পুস্তক প্রকাশের পথে।
তিনি ১৫ ই শ্রাবন ১৪২৩ বঙ্গাব্দ রোজ শনিবার দিনে লাখো ভক্তকে কাঁদিয়ে পাড়ি দিয়েছিলেন পরপারে।
আজ ১৫ শ্রবন ১৪২৬ তার তৃতীয় উফাত দিবস কে কেন্দ্র করে দেশ ও দেশের বাইরে থেকে আশা লাখো ভক্তের মিলনমেলার জমায়েত হয় অষ্টগ্রাম হাভেলি ৯কুষা জমিদার বাড়ি সৈয়দ আব্দুল করিম আল হোসাইনী র. এর রওজার সামনে।
দিনটি শুরু হয় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে, সন্ধ্যায় ওয়াজ মাহফিল,রাত১০ টার থেকে মধ্যরাত পর্যন্ত ভক্তিমূলক উর্দু-বাংলা গজল-কাছিদা গান এবং শেষরাতে বাংলাদেশ ও বিশ্ব মুসলিমের শান্তি কামনা এবং ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জাতির মঙ্গলের জন্য আল্লাহর কাছে দোয়া প্রার্থনা ও ডেঙ্গুর প্রাদুর্ভাব হতে দেশবাসীকে হফাজত রাখতে বিষেষ দোয়া
করে মিলাদে মোস্তফা ও আখেরী মোনাজাত করেন আল হোসাইনী দরবার শরীফের গদ্দিনশীন পীর মাওঃ সৈয়দ মোমতাজ হাসান আল হোসাইনী।
আল হোসাইনী দরবার শরীফের মোতাওয়াল্লী মাওঃ সৈয়দ ফাইয়াজ হাসান আল হোসাইনী সাংবাদিকদের জানান সুন্দর সুশৃংখল ও ঝামেলা মুক্ত পরিবেশের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়েছে এবং সুন্দর পরিবেশ সৃষ্টি করতে যারা সহযোগিতা করেছে তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে তিনি।