মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডিএমপি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াসির আরাফাত খানের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাসেল হোসেন, এস আই মাঃ আরশাদ হোসেন আকাশ, এস আই মাঃ সফিকুল ইসলাম আকদ, এস আই মাঃ মাজহারুল ইসলাম, এস আই বি এম রাজিবুল হাসান, এস আই মাঃ ইসমাইল হোসেন, এস আই মিটু কুমার, এস আই মাঃ হাবিজ উদ্দিন, এস আই সুজন কুমার রায়, এস আই মাঃ জহিরুল ইসলাম, এ এস আই মাঃ হেলাল উদ্দিন, এ এস আই আবদুর রহমান, এ এস আই মাঃ রতন মিয়া, এ এস আই অবিনাশ চন্দ্ররায় ও এ এস আই মোঃ শওকত আলী সহ থানার সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সগণ পৃথক অপরাধ দমন অভিযান চালিয় গত জুন মাসে মোট ২শ ১ ব্যক্তিক গ্রেফতার করেছে। গ্রেপ্তারকৃতদের মধ্য বিভিন মামলায় ৩১ জন, মাদক মামলায় ২২ জন, গ্রেপ্তারি পরোয়ানায় ৪৮ জন এবং ডি এম পি আইন ১শ জনক গ্রেফতার করা হয়। অপরদিকে মাসব্যাপী মাদক বিরোধী অভিযান চালিয় মোট ৩শ ইয়াবা, ৮ কজি ২শ গ্রাম গাঁজা এবং ৩৩ গ্রাম হিরোইন উদ্ধার করা হয়েছে বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ডট কম এর ব্যবস্থাপনা পরিচালক, সততা ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় একাধিক স্বর্নপদক পুরষ্কার প্রাপ্ত লখক-কবি এবং কলামিষ্ট মাঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।
Related Articles
কোতয়ালীতে ৮ বোতল ফেন্সিডিল সহ ২ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজাশাহ্)ঃ ডি.এম.পি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীনুর রহমানের নেতৃত্বে এস.আই মোঃ ওবায়দুর রহমান থানাধীন তাতী বাজার এলাকায় এক অভিযান চালিয়ে ৮ বোতল ফেন্সিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতার কৃত ২ জনের নাম মোঃ সুমন মিয়া (২৯) ও মোঃ শাজাহান মিয়া (৩২) এ ব্যাপারে থানায় মামলা নং- ৮, তাং- ৯/৮/২৩ দায়ের […]
ডিবি মীরপুর পুলিশের অভিযান, ৬ লাখ টাকার ইয়াবা সহ ২ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডিবি মীরপুর বিভাগের পল্লবী জোনালটিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আহসান খানের নেতৃত্বে এস.আই মোঃ মুরাদুজ্জামান ও এ.এম আই মোঃ মাহবুব রশিদ সংগীয় ফোর্সদের নিয়ে এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ডি.এম.পি মতিঝিল থানাধীন দেশ ট্রেভেলস্ বাস কাউন্টারের সামনে থেকে মোঃ আসাদ সরদার ৩৬ ও বাশা মিয়া ৩৯ কে আটক করে তাদের […]
বংশালে ২ লক্ষাধিক টাকার ইয়াবা ও গাঁজা সহ ২ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্): ডি.এম.পি বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ মইনুল ইসলাম এর নেতৃত্বে এস.আই সমীরন মন্ডল ও এ.এস.আই মোঃ জাফর জুনাইদ ওসমানী থানাধীন ফ্রেঞ্চ রোড এলাকা থেকে কক্সবাজার জেলাধীন টেকনাফ থানার মোঃ এজাহার মিয়ার পুত্র মোঃ কামাল (৩৪) কে ৮শ ইয়াবা সহ গ্রেফতার করেছে। এ ব্যাপারে মামলা নং ৩৭ তাং ৩০/১২/২০২৩ইং দায়ের করা […]