সমাধান ডেস্ক: ভৈরব বাজার নদীর পাড়ে ভয়াবহ অগ্নিকান্ডে একটি লাকরীর মিলসহ ১৫ টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়েঁ ছাই হয়ে গেছে। কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে কেউ বলতে পারছেনা। স্হানীয় ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট আগুন নেভানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ শনিবার রাত সোয়া ৯ টার দিকে এই আগুনের সূত্রপাত হয় বলে ব্যবসায়ীরা জানান। আগুনের কারনে ভৈরব বাজার নদীর পাড়ের বাসাগুলির মানুষ আতংকিত হয়ে বাসা থেকে বের হয়ে রাস্তায় অবস্হান করছে। ভৈরব থানা পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মমানুষের ভীড় ও পরিস্হিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছে। আগুনে কি পরিমান ক্ষতি হয়েছে এখনই সঠিকভাবে বলা সম্ভব হচাছেনা।
জানা গেছে আজ রাতে হঠাৎ করে ভৈরবের লাকরী মিল ব্যবসায়ী ও পৌর কাউন্সিলর মমিনুল হক রাজুর লাকরী মিলে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। কিভাবে কেমন করে আগুন লাগল প্রতিষ্ঠানের কেউ বলতে পারছেনা। খবর পেয়ে ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নেভানোর কাজ করছে। এরিপোর্ট লেখা পর্যন্ত ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট কাজ করছে। পুলিশ ঘটনাস্হলে পৌঁছে মানুষের ভীড় সামলাতে পরিস্হিতি নিয়ন্ত্রন করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন কিছুটা নিয়ন্ত্রনে এসেছে।
ভৈরব ফায়ার সার্ভিস কর্মীরা জানান, কিভাবে কেমন করে আগুন লাগল তা এখনই বলা সম্ভব নয়। ক্ষয়ক্ষতির পরিমান আগুন নেভানোর পর আগামীকাল জানানো হবে বলে তারা জানান।