জয়নাল আবেদীন রিটন , বিশেষ প্রতিনিধি :
ভৈরবে ৪৭৮ বোতল ফেন্সিডিল ও ট্রাকসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্প সদস্যগণ। আটককৃতরা হলো ঢাকার যাত্রাবাড়ি থানাধিন এলাকার কলেজপাড়া এলাকার আব্দুল রফ মিয়ার ছেলে মোঃ রনি মিয়া (৩৭) ও শরিয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকার বড়ছয় গ্রামের মোঃ কামাল সরদারের ছেলে মিজান সরদার (২৭)। আজ ভোড়ে ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব দুর্জয় মোড় থেকে উল্লেখিতদের আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল দুর্জয় মোড় থেকে মেট্রো-ট-২০-১১৮৯ ট্রাক আটক করে। এসময় ট্রাক থেকে মাদক ব্যবসায়ী রনি মিয়া ও মিজান সরদার নামে দুজনকে আটক করা হয়। র্যাবের জিজ্ঞাসাবাদে ট্রাকে লুকিয়ে রাখা ৪৭৮ বোতল মাদকদ্রব্য ফেন্সিডিল উদ্ধার ও মাদক বিক্রির নগদ ৫৮৯০ টাকা উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত ফেনসিডিলের আনুমানিক মূল্য ২৪,৬১,৮৯০/- টাকা। আটককৃতদের বিরুদ্ধে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে।