অপরাধ মাদক অভিযান

ভৈরবে ১৪৮০ বোতল ফেনসিডিলসহ ২জনকে আটক করেছে র‌্যাব

জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:

ভৈরবে ১৪৮০ বোতল ফেনসিডিল ১ টি ট্রাক নদদ ৫৯০০ টাকাসহ ২ পাচারকারিকে আটক করেছে র‌্যাব ১৪-ভৈরব ক্যাম্প সদস্যগণ।
আটককৃতরা হলো সিলেট জেলার জকিগঞ্জ থানাধিন হাজারির চক গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে বেলাল আহমেদ ওরফে মেজর (৫২) ও আবুল কালাম মিয়ার ছেলে ইয়াসিন আহমেদ মিলন (২৫)। বুধবার দিবাগত রাতে শহরের নাটালের মোড় থেকে আটক করা হয়।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফি উদ্দিন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে একটি অভিযানিক দল ঢাকা সিলেট মহাসড়কের নাটালের মোড় থেকে একটি ট্রাক (সিলেট-ড-১১-০৫৫৯ ) আটক করে। তল্লাশি করে ট্রাকের পেছনে ত্রিপল দিয়ে ঢাকা ১০টি বস্তায় রক্ষি ১৪৮০ বোতল ফেনসিডিলসহ বেলাল আহমেদ ওরফে মেজর ও ইয়াসিন আহমেদ মিলনকে আটক করে । এসময় মাদক পাচারে ব্যবহৃত ট্রাকটি ও নগদ ৫৯০০ টাকা জব্দ করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *