রফিকুল ইসলাম রুবেল, ভৈরব (কিশোরগঞ্জ ) প্রতিনিধি :
কিশোরগঞ্জের ভৈরব ও বাজিতপুর রেলওয়ে ষ্টেশন থেকে আন্তঃনগর ট্রেনের ৩৫টি আসন বিশিষ্ট ১৪টি টিকেটসহ দুই টিকেট কালোবাজারিকে গ্রেফতার করেছে ভৈরব রেলওয়ে থানার পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো বাজিতপুরের পশ্চিম চন্দ্রগ্রামের আবুল কালামের ছেলে গোলাপ মিয়া ও ভৈরবের জগন্নাথপুর গ্রামের মৃত চুন্নু মিয়ার ছেলে মমিন মিয়া।
আজ বুধবার (১ মে) সকালে পৃথক অভিযান চালিয়ে ভৈরব ও বাজিতপুর ষ্টেশন থেকে তাদের আটক করা হয় বলে জানান ভৈরব রেলওয়ে থানার ওসি।
ভৈরব রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলীম জানান, ট্রেনের টিকেট কালোবাজারি রোধে রেলওয়ে পুলিশ বিশেষ অভিযান চালায়। এরই ধারাবাহিকতায় বাজিতপুর ষ্টেশন থেকে আন্তঃনগর বিভিন্ন ট্রেনের ১৯টি আসন বিশিষ্ট ৫টি টিকেটসহ গোলাপ মিয়া ও ভৈরব ষ্টেশন থেকে ট্রেনের ১৬ আসন বিশিষ্ট ৯টি টিকেটসহ মমিন মিয়াকে আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে ভৈরব রেলওয়ে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে।
টিকেট কালোবাজারি রোধ ও যাত্রীদের নিরাপদ রেলভ্রমন নিশ্চিত করতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।