জাতীয়

ভৈরবে ১২তম “গনিত-ইংরেজি-ICT প্রতিযোগিতা-২০১৯ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

 

সামাধান ডেক্স

বাংলাদেশ গনিত ফাউন্ডেশন ও আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ভৈরবে ১২তম “গনিত-ইংরেজি-ICT  প্রতিযোগিতা-২০১৯ এর চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার ৩.৩০ ঘটিকায় ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়।এতে ৭০০ ছাত্র-ছাত্রী পরিক্ষায়  অংশ গ্রহন করে ।এর মধ্যে ২০০ ছাত্র-ছাত্রী কৃতকার্য  হয়।

এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম সিরাজুল ইসলাম কবি,সাহিত্যিক,প্রবন্ধকার,কলামিস্ট,শিষ্কাবিদও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা । সভাপতিত্ব করেন লে মো অহিদুর রহমান,বিএনসিসি ও প্রধান শিক্ষক কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়।এম এ মুহিত  উক্ত সংঘঠনের উপদেষ্ঠা ও প্রধান শিক্ষা ভৈরবে এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ,মোঃবরকতউল্লা পাঠান উক্ত সংঘঠনের উপদেষ্ঠা ও প্রভাষক হাজী আসমত কলেজ , বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন জি এম আরিফ সারোয়ার (বাতেন) সহকারি প্রকৌশলী,ভৈরব পৌরসভা,মোঃসাগর রহমান প্রতিষ্ঠাতা পরিচালক ভৈরব উসয়ন স্কুল,মোঃআব্দুল লতিফ চেয়ারম্যান somadhantv.com ,  মোঃকাজী জাফর হোসেন প্রভাষক শিমুলকান্দি ডিগ্রি কলেজ ভৈরব,,সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ রবিউল আউয়াল প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক গনিত-ইংরেজি-ICT প্রতিযোগিতা উৎসব ভৈরব,

অনুষ্ঠান পরিচালনা করেন আহসান উল্লাহ ও মোঃমনির হোসেন সহকারি শিক্ষক কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *