সোহেলুর রহমান, ভৈরব প্রতিনিধি ॥
ভৈরবে ১০ বছরের সাজা প্রাপ্ত পলাতক আসামী নৌ ডাকাত জহুরুল্লাহ গ্রেফতার করেছে ভৈরব থানা পুরিশ। আজ রবিবার ভোর রাতে তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ভৈরব থানাধিন মেন্দিপুর গ্রামের সাহু মিয়ার ছেলে।
পুলিশ জানায় , গোপন সংবাদের ভিত্তিতে এস আই মতিউজ্জামান ও এস আই হুমায়ুণ কবিরসহ সঙ্গিয় ফোর্স নিয়ে রবিবার ভোর রাতে মেন্দিপুর গ্রামে নোৗ ডাকাত জহুরুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে নাছির নগর থানার একটি ডাকাতি মামলার দশ বছরের সাজা প্রাপ্ত ও ভৈরব থানার চারটি সহ মোট পাঁছ মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল। জহুরুল্লাহ আদালত থেকে জামিনে বের হয়ে দীর্ঘদিন যাবত পলাতক ছিল।
এস আই মতিউজ্জামান জানায়, ২০১৩ সালে জহুরুল্লাহ ডাকাত কে ওয়ারেন্টমূলে গ্রেফতার করার সময় ভৈরব থানায় তৎতালিন কর্মরত এস আই শফিক কে আঘাত করে পালিয়ে যেতে চেষ্টা করেছিল। তখন আমিসহ এলাকাবাসির সহায়তায় তাকে তাৎক্ষনিক গ্রেফতার করে আদালতে পাঠায়। সে সাজাপ্রাপ্ত আসামী হিসেবে দীর্ঘদিন পলাতক থাকার পর রোবরার ভোর রাতে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
####################
, মোবাইল ঃ ০১৭৮৩-৮১ ৮৯ ৯৫, তারিখ ঃ ২৩.০৬.১৯।