মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে জেলা বিএনপির অর্ধদিবস হরতাল ও কেন্দ্রীয়ভাবে ঘোষিত অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনে দলটির নেতাকর্মীরা ভৈরব – কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কে অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে।
আজ বুধবার (১ নভেম্বর) দুপুরে হরতাল ও অবরোধের সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিলটি পৌর শহরের হাজী আসমত সরকারি কলেজের সামনে থেকে বের হয়ে মুসলিমের মোড় এসে শেষ হয়। মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ভৈরব পৌর বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মো: মজিবুর রহমান বলেন দলের নেতাকর্মী ও জনগণের স্বতস্ফুর্ত অংশগ্রহণে হরতাল পালিত হয়েছে এবং অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন অতিবাহিত হচ্ছে।
হরতাল ও অবরোধ কর্মসূচির কারণে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
গতকাল কুলিয়ারচরে অবরোধ কর্মসূচি চলাকালে দুই বিএনপিকর্মীকে গুলি করে হত্যা ও ভৈরবে পুলিশের গুলিতে আহত এক বিএনপিনেতার মৃত্যুর প্রতিবাদে আজ সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল আহ্বান করে জেলা বিএনপি।