রাসেদুজ্জামান রাসেল: আজ ২২ জুন ২০১৮ বিকাল ৩.৩০ মিনিটে ভৈরব দূর্জয় মোড় অফিসে somadhantv.com এর শুভ উদ্ভোধন ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠাতা চেয়ারম্যান somadhantv.com ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন জোনাল কমিটির সভাপতি মোঃ আব্দুল লতিফ RPC এবং উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন somadhantv.com এর পরিচালক ও মাতৃকা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক লায়ন কামাল হোসেন। এতে স্বাগত বক্তব্য রাখেন কবি, সাহিত্যিক ও গবেষক অধ্যক্ষ এনায়েত আহম্মেদ। আরও বক্তব্য রাখেন somadhantv.com এর প্রতিনিধি আশরাফ আলী বাবু। এতে উপস্থিত ছিলেন মানবাধিকার জোনাল কমিটির সহ-সভাপতি ও somadhantv.com এর পরিচালক আলহাজ্ব মোঃ ওমর ফারুক। মানবাধিকার জোনাল কমিটির নির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম। মানবাধিকার জোনাল কমিটির অর্থ সম্পাদক রাসেদোজ্জামান রাসেল। মানবাধিকান জোনাল কমিটির নির্বাহী সদস্য মনিরুজ্জামান মনির। উক্ত অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন হাফেজ লাইছুর রহমান মাসুমী ও এসএইটকেএম. মোখলেছুর রহমান মাসুমী, খতিব জিলানী জামে মসজিদ। এতে আরও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Related Articles
নুসরাত হত্যা মামলায় অধ্যক্ষসহ দুই শিক্ষকের এমপিও স্থগিত
সমাধান ডেস্ক: ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম পরীক্ষার্থী নুসরাত জাহান রাফি হত্যার ঘটনায় অধ্যক্ষ সিরাজ-উদ দৌলা ও প্রভাষক আফসার উদ্দীনের এমপিও স্থগিত করা হয়েছে। নুসরাতের মৃত্যুর পরপরই এই দুই শিক্ষকের এমপিও স্থগিতের পদক্ষেপ নিতে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে গত ১১ এপ্রিল চিঠি পাঠানো হয়েছিল মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে। তার ১৯ দিন পর রোববার […]
সেবা প্রত্যাশীদের দুর্ভোগ আজ থেকে ভৈরবসহ দেশের ৩২৮টি পৌরসভায় সব ধরনের নাগরিক সেবা বন্ধ
সোহেলুর রহমান , প্রতিনিধি।। আজ ১৪ জুলাই থেকে ভৈরব পৌরসভাসহ কিশোরগঞ্জের ৮ পৌরসভা ও দেশের ৩২৮টি পৌরসভায় সব ধরনের নাগরিক সেবা বন্ধ করে দিয়েছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারী ও পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশন। রাষ্ট্রীয় কোষাগার থেকে বেতন-ভাতা ও পেনশন প্রদানের ঘোষণা না দেয়ায় তারা আজ থেকে লাগাতার আন্দোলনে গেছে। বৃহস্পতিবার বাংলাদেশ পৌরসভা সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষে ভৈরব থেকে এক […]
বড় পরিবর্তন আসতে পারে আ.লীগের কেন্দ্রীয় নেতৃত্বে
সমাধান ডেক্স ঢাকা, ২৪ জুলাই- আগামী জাতীয় সম্মেলনে ক্ষমতাসীন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। দলের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীতেও বেশ কিছু রদবদের সম্ভাবনা রয়েছে। কার্যনির্বাহী সংসদের এই দুটি গুরুত্বপূর্ণ অংশ থেকে পুরানো অনেকে নেতাই বাদ পড়তে পারেন, যুক্ত হতে পারেন নতুন নেতারা। সংশ্লিষ্টরা বলছেন, দলে নতুন নেতৃত্ব তৈরি ও দক্ষ এবং যোগ্য […]