মোঃ ছাবির উদ্দিন রাজু ভ্রাম্যমান প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্র কার্যক্রম চালুকরণ সক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। এসভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশন এর পরিচালক ( অর্থ) ও যুগ্ম- সচিব মোঃ মনজুর হাসান ভূঁইয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব কাজী হাসান আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকল্পের পিডি ও যুগ্ম – সচিব মোঃ খোরশেদ আলম, ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন বেনু, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। আজ থেকে ভৈরবের মৎস্য অবতরণ কেন্দ্রটি চালু করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতিপ্রাপ্ত হাওরের মাছ সংরক্ষণ, বিতরণ, বিপনণের জন্য এই কেন্দ্রটি ভৈরবে ২০ কোটি ৭৯ লাখ ৪০ হাজার টাকা ব্যয় করে নির্মাণ করা হয়। কেন্দ্রটি নির্মাণ করেন ভৈরবের ঠিকাদার মমিনুল হক প্রতিষ্ঠান। ভৈরবের ফেরিঘাট এলাকায় মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এই কেন্দ্রটি নির্মাণের ফলে ভৈরবে মাছের ব্যবসার উন্নয়ন ঘটবে। এতে হাওর অঞ্চল থেকে ভৈরবে আসা মাছ বাছাই, প্রক্রিয়াকরণ ও প্যাকেজিং করতে সহজ হবে। কেন্দ্রটিতে ৩৫ টি দোকান, আইস ক্রাসার, মেশিনরুম, ট্রাক পার্কিং এরিয়া, জেনারেটর, প্যাকিং শেড, কিউসি ল্যাব রয়েছে। ভৈরব মেঘনা পারের ফেরিঘাট এলাকার ০.২৭৫২ একর জমিতে ৬১০০ বর্গফুটের মধ্য ভবনটি নির্মাণ করা হয়। কেন্দ্রটি নির্মাণের ফলে কর্মসংস্থানের সৃষ্টি হবে বলে কর্মকর্তারা জানান। আজকের অনুষ্ঠানে ৩৫ দোকানের মধ্য ১৩ টি দোকান বিভিন্ন মৎস্য ব্যবসায়ীকে বরাদ্দ দেয়া হয়।বাংলাদেশ মৎস্য উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান কাজী হাসান আহমেদ অনুষ্ঠানে তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ভৈরবে মৎস্য অবতরণ কেন্দ্রটি নির্মান করা হয়। দেশের সুনামগন্জ ও নেত্রকোনার মোহনগন্জে আরও দুটি কেন্দ্র নির্মাণ করা হয়েছে। ভৈরবে রয়েছে বৃহৎ মৎস্য আরত। কিন্ত সঠিক ব্যবস্থাপনার অভাবে প্রতি বছর অনেক মাছ নষ্ট হয়। একারনে ভৈরবে এই কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এখন থেকে আর মাছ নষ্ট হবেনা। তিনি বলেন শীঘ্রই ভৈরবে ফ্রিজিং ব্যবস্থাপনার জন্য আরেকটি কেন্দ্র নির্মাণ করা হবে। তিনি ভৈরবের মানুষের সহযোগীতা কামনা করেন।
Related Articles
এবার হযরত শাহজালাল বিমানবন্দরে আগুন
সমাধান ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ড ঘটেছে। সোমবার সকালে পার্কিং-২ এর পাশে বাতিল করা মালামালের স্টোর রুমে আগুন লাগে। তবে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিস সদর দপ্তর কন্ট্রোল রুম থেকে জানানো হয়, দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা […]
লালমনিরহাটে সন্ধ্যা হলেই নামে হিমবাহ ঠান্ডা
স্থানীয় প্রতিবেদক: তিস্তা, ধরলা, রতনাই-এই তিন নদী ঘেরা উত্তরের জনপদ লামনিরহাট। দেশের অন্যান্য জনপদের চেয়ে এই জেলায় হিমবাহ, কুয়াশা, শীত একটু আগেই চলে আসে। তাই এখানকার মানুষের কষ্ট অনেক বেশি। জেলা ঘুরে দেখা যায়, এবার কুয়াশার প্রকোপ তেমন চোখে পড়ছে না। তবে দিনের বেলা প্রচুর রোদ থাকলেও বেলা গড়িয়ে সন্ধ্যা নামার সাথে সাথে বাড়ে হিমবাহ-ঠাণ্ডা। […]
‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’য় যেসব বই পাবেন
সমাধান ডেক্স জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে মাসব্যাপী ‘বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ বইমেলা’র আয়োজন করছে শ্রাবণ প্রকাশনী ও বই নিউজ । শোকের মাস আগস্টের প্রথম দিন এই মেলা শুরু হবে। শেষ হবে ৩১ আগস্ট। মেলায় জাতিরজনক বঙ্গবন্ধুর লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ ও ‘কারাগারের রোজনামচা’সহ বিভিন্ন লেখকদের রচিত বই থেকে বাছাই […]