কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। গুরত্বর আহত অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
আহতরা হলেন, আফছর মিয়ার ছেলে বাদল মিয়া(৩৮), সুহাজ উদ্দিনের ছেলে ফেলাল মিয়া (৩৫), আলাল মিয়া (৩২), মো. বিল্লালের ছেলে সাহাজ উদ্দিন(২৮), ইলিয়াস মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৩), জাহের মিয়ার ছেলে মুসলিম (৩৪), আক্কাছ মিয়ার ছেলে শান্ত (১৮)। আহতরা বাজিতপুরে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এছাড়াও গুরুত্বর আহত বাদল মিয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিৎকিসার জন্য স্থান্তারিত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরর টু মেন্দীপুর সড়কের শেষ প্রান্ত মেন্দীপুর গ্রামের অবস্থিত সড়কের মধ্য পাইপ দিয়ে বাড়ির পানি সড়ানোকে কেন্দ্র করে আক্তার মিয়ার বাড়ির লোকজনের সাথে আক্কাছ মিয়ার বাড়ির লোকজনের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। তখন উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে ঘন্টাব্যাপী সংঘর্ষ সংঘটিত হয়।
স্থানীয় লোকজন জানান, ঘটনাস্থলে গুরুত্বর আহতদের বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভৈরব থানা অফিসার ইনচার্জ (ওসি) মোখলেছুর রহমান জানান, মেন্দিপুরে সংঘর্ষে খবর পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখন পযর্ন্ত থানায় কোন মামলা দায়ের করা হয়নি।