মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব ( কিশোরগঞ্জ ) প্রতিনিধি :
আয়করে প্রবৃদ্ধি, দেশ ও দশের সমৃদ্ধি’ এই শ্লোগানে কিশোরগঞ্জের ভৈরবে মাসব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ডের কর অঞ্চল-৫ এর ভৈরব কর সার্কেল অফিস বুধবার (১ নভেম্বর) সকালে এই মেলার আয়োজন করে।
আয়কর মেলার উদ্বোধন করেন কর অঞ্চল-৫ এর ভৈরব কর সার্কেল অফিসের অতি: সহকারী কর কমিশনার মো. আবদুর রশিদ।
এসময় আয়কর মেলায় আরো উপস্থিত ছিলেন, মো: তাজুল ইসলাম কর পরিদশক, মেহেদী হাছান মিল্টন প্রধান সহকারি, জামাল হোসেন,আব্দুল জলিল,
মিসেস জাহানার বেগম, মো : মামুন মিয়া, সোহেল রানা ও মো: আসমত আলী প্রমূখ।
করসেবা প্রদান ও কর সচেতনতা বাড়াতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অধীন কর অঞ্চল-০৫, ঢাকা এর আয়োজনে ভৈরব উপজেলায় আয়কর মেলা-২০২৩ আয়োজন করা হয়েছে। বুধবার (১ নভেম্বর) সকাল ১০ টা থেকে শুরু হয়ে ৩০ নভেম্বর বিকাল ৫টা পর্যন্ত উক্ত আয়কর মেলা চলবে বলে জানান কর অঞ্চল-৫ এর ভৈরব কর সার্কেল অফিসের অতি: সহকারী কর কমিশনার মো. আবদুর রশিদ।