জাতীয়

ভৈরবে মাদক প্রতিরোধী সভা অনুষ্ঠিত [ভিডিও]

 

আতিকুর রহমান, নিজস্ব প্রতিবেদক:

চল যাই যুদ্ধে মাদকের বিরুদ্ধে এ-শ্লোগানে ভৈরবে মাদক বিরোধী প্রতিরোধ সভা অনুষ্ঠিত হয়েছে । শহরের পলতাকান্দা গ্রামবাসির আয়োজনে আজ রোববার বেলা ১১টার দিকে নৈশ মৎস্য আড়ৎ চত্বরে কিশোরগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মির্জা সোলায়মানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়েছে । এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন শহর আওয়ামীলীগের সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেণু, ভৈরব থানার অফিসার ইনজার্চ মোঃ শাহিন,র‌্যাব-১৪র সহকারি পরিচালক আশফাকুর রহমান,স্থানীয় কাউন্সিলর আওলাদ হোসেন ,আরেফিন জালাল রাজিব,জিটিভি ও দৈনিক ভোরের ডাক প্রতিনিধি এম.এ হালিম, সাবেক কাউন্সিলর মাহিন সিদ্দিকী, মৎস্য আড়ৎদার মালিক সমবায় সমিতির সভাপতি মজিবুর রহমান প্রমূখ । এ সময় বক্তারা বলেন “বিষ খাইলে মরে ১ জন আর বীজ খাইলে মরে ঘর-গোষ্ঠী”। মাদক এমনই বীজ যা সেবন করে পরিবার,সমাজ ও দেশের যুব শক্তিকে ধ্বংস করে দিচ্ছে । তাই সবাইকে মাদক বিরোধী প্রতিরোধ গড়ে তুলতে হবে । শুধু মাদকই নয় সমাজ থেকে জুয়া,ইভটিজিং ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *