জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি ॥
নতুন আইন প্রত্যাহারের দাবীতে কিশোরগঞে।জর ভৈরব থেকে বাস-ট্রাক কাভার্ড ভ্যান চলাচল বন্ধ করে দিয়েছে চালকরা। তারা ঢাকা-সিলেট মহাসড়কে চলাচলকৃত যানবাহন চলাচলে বাধা দেয়। পুলিশ এসে পরিস্থিতি স্বাভাভিক করে। এ আইন প্রত্যাহারের দাবিতে বুধবার থেকে ভৈরবের সড়ক মহাসড়কে যান চলাচল বন্ধ করে দেয় পরিবহণ শ্রমীকরা। ফলে যানবাহন না পেয়ে যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে । আজ বুধবার সকাল থেকে শহরের দুর্জয় মোড়ে শ্রমীকদের গাড়ি চলাচলে বাধা দিয়ে গাড়ি চলাচল বন্ধ করে দেয়।
নতুন সড়ক পরিবহন আইন ২০১৮ পাশ হওয়ায় শ্রমীকরা এ আইন তাদের স্বার্থ বিরোধি বলে মনে করছেন। এ আইনে ৫ লক্ষ টাকা জরিমানাসহ কঠিন শাস্তির বিধান রাখায় শ্রমীকরা অসন্তোষ্ট । এ নিয়ে তাদের মাঝে চরম ক্ষোভ বিরাজ করছে। ভৈরবের শ্রমীকদের দাবী গাড়ি চালিয়ে ৫ লক্ষ টাকা জরিমানা দেওয়া আমাদের পক্ষে সম্ভবনা। তা ছাড়া গাড়ি চালাতে গিয়ে অনেক চালক সন্মূখ দুর্ঘটনায় মারা গেছেন। তাদের জন্যতো সরকার কিছু করেনি। নতুন আইনের প্রতি অসন্তোষ জানিয়ে চালকরা বলেন এ আইনে গাড়ি চালানো আমাদের পক্ষে অসম্ভব। আগের আইন থাকলে আমরা গাড়ি চালাব নয়তো নয়