samadhan desk: আজ বেলা ১২ টায় ভৈরব দুর্জয় মোড় পল্লী শক্তি বার্তার অফিসে প্রাকৃতিক চর্চা ও চিকিৎসার পথিকৃত লায়ন ডাঃ আলমগীর মতির মডার্ণ হারবালের পণ্যের মাধ্যমে সুস্থ্য থাকা ও ইনফরমেশনের মাধ্যমে বেকারদের কাজে লাগিয়ে বেকারত্ব কমানোর সুব্যবস্থা রয়েছে বলে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লার সিপিএস ও ডিলার ট্রেইনার সোহেল আল মামুন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী শক্তি বার্তা ডটকমের সম্পাদক – প্রকাশক মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাধান টিভির চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ লতিফ, বেলাব উপজেলার ডিস্টিবিউটর কামরুল হুদা, শিকড় টিভির চেয়ারম্যান মোঃ আঃ মজিদ,ডিষ্টিবিউটর মোঃআল আমিন সহ ভৈরবের ডিস্টিবিউটর গণ।
Related Articles
পানির কষ্ট দূর করতে খুড়েছেন ১৪ পুকুর
এ.আর.মুশফিক : কেরে কামিগুয়াদা। হালকা-পাতলা গড়নের এই মানুষটি আজ গোটা কর্ণাটক রাজ্যের নায়ক। কারণ আশি বছর বয়স্ক এই বৃদ্ধ যে অসাধ্য সাধন করেছেন, সেটা পঁচিশ বছর বয়স্ক কোনো যুবকের কল্পনাতেও অসম্ভব। পাহাড়ি জনপদ আর জীবজন্তুর পানীয় জলের কষ্ট দূর করার জন্য অশীতিপর এই লোকটি নিজ হাতে খনন করেছেন ১৪টি পুকুর। শুধু তাই নয়, গোটা পাহাড়ি এলাকাজুড়ে […]
৬৬ বছর পর নখ কেটে রেকর্ড করলেন ৮২ বছরের বৃদ্ধ, অতঃপর…
নিজস্ব পতিনিধি: বিশ্বের দীর্ঘতম নখের মালিক ছিলেন ৮২ বছরের বৃদ্ধ শ্রীধর চিল্লাল। ২০১৬ সালেই তার নাম উঠেছিল গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে। তার সব নখ একত্র করলে লম্বায় দাঁড়ায় ৯ মিটার। সব থেকে লম্বা নখ ছিল তার বাঁ-হাতের বুড়ো আঙুলে। এই নখের জন্যই বিশ্ব রেকর্ড গড়েন ভারতের পুনের বাসিন্দা শ্রীধর চিল্লাল। জানা যায়, শ্রীধর চিল্লালের […]
ভৈরবে ছাদকৃষিতে হ্যাপী সরকারের সাফল্য
জয়নাল আবেদীন রিটন, ভৈরব প্রতিনিধি ॥ কিশোরগঞে।জর ভৈরবে ছাদকৃষিতে সাফল্য এনেছেন গৃহিনী হ্যাপী সরকার। তিনি শহরের আইস কোম্পানী মোড়ের বিমান বিল্ডিংয়েংর মালিক রফিকুল ইসলামের স্ত্রী। এই ছাদ কৃষি থেকে পরিবারের পুষ্টির চাহিদা মেটাতে পাচ্ছেন নির্ভেজাল ও টাটকা শাক সবজি। যা স্বাস্থ্যের জন খুবই উপকারি। ৪ শতক যায়গার ওপর নির্মিত শহরের আইস কোম্পানীর মোড়ে স্বপ্ন কুঠির […]