samadhan desk: আজ বেলা ১২ টায় ভৈরব দুর্জয় মোড় পল্লী শক্তি বার্তার অফিসে প্রাকৃতিক চর্চা ও চিকিৎসার পথিকৃত লায়ন ডাঃ আলমগীর মতির মডার্ণ হারবালের পণ্যের মাধ্যমে সুস্থ্য থাকা ও ইনফরমেশনের মাধ্যমে বেকারদের কাজে লাগিয়ে বেকারত্ব কমানোর সুব্যবস্থা রয়েছে বলে বক্তব্য রাখেন প্রধান অতিথি কুমিল্লার সিপিএস ও ডিলার ট্রেইনার সোহেল আল মামুন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পল্লী শক্তি বার্তা ডটকমের সম্পাদক – প্রকাশক মানবাধিকার সংগঠক মোঃ ছাবির উদ্দিন রাজু, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাধান টিভির চেয়ারম্যান ডাঃ মোঃ আঃ লতিফ, বেলাব উপজেলার ডিস্টিবিউটর কামরুল হুদা, শিকড় টিভির চেয়ারম্যান মোঃ আঃ মজিদ,ডিষ্টিবিউটর মোঃআল আমিন সহ ভৈরবের ডিস্টিবিউটর গণ।
Related Articles
ভৈরবে নজরুলের ৪৬ প্রকারের চায়ের সুনাম ছড়িয়ে পড়ছে চারিদিকে
জয়নাল আবেদীন রিটন: কিশোরগঞ্জের ভৈরবের নজরুল মিয়ার ৪৬ প্রকার স্বাদের চায়ের সুনাম ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলাসহ সারা দেশ ব্যাপী। শুধু দেশেই নয় । ভৈরবসহ পাশ্ববর্তী বিভিন্ন জেলা উপজেলা থেকে প্রতিদিন বিকেলে শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর চক বাজারে নজরুলের চা খেতে আসে পুরুষদের পাশাপাশি নারীরাও। সরেজমিনে দেখা যায়, কিশোরগঞ্জের ভৈরবের শিমুলকান্দি ইউনিয়নের রাজনগর বাজারে বিকেল […]
ভৈরবে মরহুম হাজী নিয়ামত উল্লাহ মার্কেটের সকল দোকানের ২ মাসের ভাড়া মওকুফ
সমাধান ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার ভৈবর বাজারে মরহুম হাজী নিয়ামত উল্লাহ মার্কেটের সকল দোকানের ২মাসের ভাড়া মওকুফ করেছে কর্তৃপক্ষ। ব্যাক্তিগত জীবনে তিনি ছিলেন সৎ, উদার ও মহৎ মানুষ ছিলেন। এই মানবতার ফেরিওয়ার জন্য রইলো হাজারো শ্রদ্ধা।
ভৈরবে এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করলেন বাড়িওয়ালা
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: দেশে করোনা ভাইরাসের কারণে সাধঅরণ মানুষের রোজী রোজগার বন্ধ থাকায় দশটি ভাড়াটিয়ার এক মাসের বাড়ি ভাড়া মওকুফ করলেন নবী হোসেন নামে এক বাড়িওয়ালা। তার বাড়ির গরীব দশটি ভাড়াটিয়ার এক মাসের বাড়ি ভাড়া বাবদ মোট বিশ হাজার টাকা মওকুফ করে দিয়ে মানবতার উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন নবী হোসেন নামে বাড়িওয়ালা। নবী […]