বিনোদন

ভৈরবে ভ্রমণ বিষয়ক গ্রন্থের মোড়ক উন্মোচন

জয়নাল আবেদীন রিটন,বিশেষ প্রতিনিধি:
 ভৈরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভ্রমণ কাহিনী নিয়ে এডভোকেট কাজল কান্তি পাল রচিত পুরী ভ্রমণ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। ভৈরব বাজার নদীর পাড়ের বাগান বাড়ি এলাকায় স্থানীয় মানবাধিকার কমিশন কার্যালয়ে অধ্যাপক আহম্মেদ আলী সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি এবং আলোচক ছিলেন রাষ্ট্রপতির পুরস্কার প্রাপ্ত অধ্যাপক মোঃ শহীদুল­াহ, এডভোকেট সৈয়দ এনামুল হক (এ.পি.পি), বাংলাদেশ মানবাধিকার কমিশন কিশোরগঞ্জ আঞ্চলিক শাখার সভাপতি শাহনেওয়াজ গাজী, সাধারণ সম্পাদক এডঃ মোঃ হাবিবুর রহমান, অধ্যাপক বদর“জ্জামান বাদল, অধ্যাপক মহসীন আলী, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের কণ্ঠশিল্পী সোহরাব হোসেন বিজু, অভিনেতা সাইদর রহমান বাবলু , কন্ঠ শিল্পী আনিসুর রহমান সাদেক ও কালের কণ্ঠ ও বৈশাখী টেলিভিশনের ভৈরব প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ।
অতিথিরা  লেখক এডভোকেট কাজল কান্তি পাল ও গ্রন্থটির সাফল্য কামনা করে বক্ত রাখেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *