Featured মাদক অভিযান

ভৈরবে ভারতীয় প্রসাধনীসহ ২ চোরাকারবারী ও ফেন্সিডিলসহ ১ মাদক ব্যবসায়ী আটক

মো: রফিকুল ইসলাম রুবেল :

কিশোরগঞ্জের ভৈরবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে আজ ৯ সেপ্টেম্বর ভোর অনুমান ৪.০০ ঘটিকায় কিশোরগঞ্জ জেলার ভৈরব থানাধীন দূর্জয়মোড় এলকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ ফজলু মিয়া ২৬ পিতা – মো: আঙ্গুর মিয়া সাং ধরাধরপুর থানা দক্ষিণ সুরমা জেলা সিলেট, ২ মো: মামুন মিয়া ( ১৯ ) বাচ্চু মিয়া সাং ওয়েজখালী সুনামগঞ্জে সদরদ্বয়কে আটক করে। এসময় ধৃত আসামীর দখল হতে ১টি ট্রাক তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের ম‍্যাধমে ভারতীয় ৮০৬০০ পিছ কিটকেট চকলেট, ১০৪৪ পিছ ভাটিকা হেয়ার ওয়েল, ১০৪৪ পিছ ডাবর টুথ পেষ্ট, ৪৪৬ পিছ জুনিয়র হরলিক্স, ১৬২০ টি ফিয়ামা সাবান, ৩৬০ টি অলিভ অয়েল, ৪৮ টি পন্ডস ব্রাইট ক্রিম, ৬০টি জনসন বেবি হেয়ার অয়েল, ৭২০ টি জনজস বেবি সেম্পু, ৪৩২০ নবরত্ন অয়েল ৫২৮টি বোরো প্লাস ক্রিম নবরত্ন হেয়ার অয়েল ১১৫২০ পিস কাবেরী মেহেদী ১১৫২০ পিচ মিনি প্যাক শ্যাম্পু ৭৫০ পেজ অ্যালোভেরা জেল একটি টাক তিনটি পুরাতন স্মার্ট বাটন মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ৭৫ লক্ষ টাকা। এছাড়াও ভৈরব রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে বাবুল হোসেন (৪০) পিতা সামসু মিয়া থানা বিজয়গর জেলা ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে। এ সময় আসামির দখলে থাকা একটি মোটরসাইকেল তল্লাশি করে ১৯৯ বোতল উদ্ধার করে জব্দ করা হয়।

উদ্ধারকৃত ভারতীয় প্রসাধনী সামগ্রী এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন-১৯৭৪ মোতাবেক আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ভৈরব র‍্যাব স্কোয়াড কমান্ডার সিনিয়র সহকারি পুলিশ সুপার মোহাম্মদ আক্কাছ আলী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *