জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি :
ভৈরবে করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন বেদে পল্লীর বাসিন্দাদের মাঝে ঘরে ঘরে গিয়ে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন পুলিশ। আজ শুক্রবার দুপুরে ভৈরব সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ রেজওয়ান দীপু ভৈরব থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহিন পুলিশের সদস্যদের নিয়ে ভৈরবের পৌর শহরের কমলপুরে সাতমুখি বিলের পাশে বসবাসরত অর্ধশতাধিক বেদে পরিবারের মাঝে চাল, ডাল, আলু, পিয়াজ ও তেলের খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এব্যাপারে পুলিশের ভৈরব সার্কেলের সহকারি পুলিশ সুপার (এএসপি) মোঃ রেজওয়ান দীপু বলেন, বর্তমান করোনা পরিস্থিত মোকাবিলায় সরকারের নির্দেশ মেনে অনেক মানুষ ঘরে রয়েছে। যার ফলে কর্মহীন হয়ে পড়েছে খেটে খাওয়া সাধারণ মানুষ। এদিকে ভৈরবে বেদে পরিবার রয়েছে প্রায় অর্ধশতাধিক বেদে নারী পুরুষের পরিবারের মত। এরা বর্তমানে কর্মহীন হয়ে নিজ গৃহে অবস্থান করছেন। এদের একটু হলেও দুর্ভোগ লাঘবে ১০ কেজি চাল, ৫ কেজি আলু ২ কেজি পিয়াজ, ২লিটার সয়াবিন তৈল, ২ কেজি মশুরির ডাল বিতরণ করেছি। আশা করছি এতে করে এ বেদে পরিবারগুলোকে কয়েকদিনের জন্য আর খাবারের চিন্তা করতে হবে না।এসময় সাথে ছিলেন ইন্সপক্টের তদন্ত বাহলুল খান বাহার, সহ পুলিশ সদস্যরা।
ভৈরব থানার অফিসার ইনর্চাজ মোঃ শাহিন বলেন আমরা সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেবার চেষ্টা করবো। করোনা ভাইরাসের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। কোথাও আড্ডা বা চা এর দোকানে ভিড় করা যাবে না। সবাই এ ব্যাপারে সচেতন থাকতে হবে।