মো: রফিকুল ইসলাম রুবেল, ভৈরব,( কিশোরগঞ্জ ) প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবে বিএনপির ৮৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। ককটেল বিস্ফোরণের মাধ্যমে নৈরাজ্য ও নাশকতা সৃষ্টির অভিযোগে আজ সোমবার (৩০ অক্টোবর) সকালে ভৈরব থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল আলম বাদী হয়ে মামলাটি করেন। তবে, বিএনপি বলছে, মামলাটি সাজানো। ককটেল বিস্ফোরণের কোনো ঘটনাই ঘটেনি।
মামলার এজাহারে বলা হয়, গত রোববার (২৮ অক্টোবর) বিএনপির ডাকা হরতালের দিন পৌর শহরের ঘোড়াকান্দার পলাশ সিনেমা হলের কাছে ককটেলের বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। নাশকতা ও জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য এমনটি করেছে বিএনপির নেতাকর্মীরা।
মামলার কথা স্বীকার করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম বলেন, মামলাটিতে এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ককটেল বিস্ফোরণের মতো কোনো ঘটনা ভৈরবের কোথাও ঘটেনি বলে দাবি করে উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম বলেন, ‘শনিবার রাতে ওইসব নেতাকর্মীদের শহরের বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়। এরপরেই এই মামলা সাজানো হয়েছে।
তিনি মিথ্যা ও সাজানো মামলার নিন্দা ও প্রতিবাদ জানান।