ভৈরব প্রতিনিধি: পথ যেন হয় শান্তির,মৃত্যুর নয় এ শ্লোগানকে সামনে রেখে ভৈরবে শতাধিক পরিবহন চালকদেরকে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা ও মনোঞ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে নিসচার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন প্রধান আলোচক হিসেবে বলেন, সড়কে যানবাহন চালাতে সবাইকে নিয়ম মেনে চলতে হবে । নিয়মের বাইরে চললে দূর্ঘটনায় পড়তে হয় । তাই দূর্ঘটনা থেকে বাচঁতে ও জীবন রক্ষায় সবাইকে নিয়ম মেনে চলতে হবে ,নিয়ম মানতে হবে ।
নিসচা ( নিরাপদ সড়ক চাই ) ভৈরব শাখার আয়োজনে আজ মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন ।
এছাড়া ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নিসচা কেন্দ্রী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মিরাজুল মঈন জয়,যুগ্ন মহা সচিব লায়ন গণি মিয়া বাবুল,সাংগঠনিক সম্পাদক এস.এম আজাদ হোসেন, ভৈরব থানার ওসি গোলাম মোস্তফা, ভৈরব শাখার সভাপতি ও পৌর আওয়ামীলীগ সভাপতি এস.এম বাকি বিল্লাহ প্রমূখ ।