জয়নাল আবেদীন রিটন:
আজ বৃহস্পতিবার শ্রী শ্রী দূর্গা দেবীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে ভৈরবে শারদীয় দূর্গোৎসবের মহাষষ্ঠি উদযাপিত হচ্ছে। দেবীর পাদদেশে অবনত চিত্তে সকল অশুভ শক্তির কবল থেকে মুক্তি ও মঙ্গল কামনায় আরাধনাসহ প্রজ্জ্বলিত করা হয় মঙ্গল প্রদীপ। মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে আরতি। প্রতিটি মন্ডপে অনুষ্ঠিত হয় ঘট স্থাপন, অস্টঘট পূঁজা, অঞ্জলি, চরণামৃত বিতরণ ও আরতি। এবার মা এসেছেন দোলায় চড়ে আর বিজয়া দশমিতে শ্বাশুরালয়ে ফিরে যাবেন গজে চড়ে। এবার ভৈরবে ১৮ পূঁজামন্ডপে পূঁজা উৎসব অনুষ্ঠিত হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তি পূর্ণভাবে দূর্গোৎসব সম্পন্ন হবে বলে আশাবাদ সকলের। প্রশাসনের পক্ষ থেকে শারদীয় দূর্গোৎসব উপলক্ষে প্রতিটি মন্ডপে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে মহামারি করোনাভাইরাসের কারণে এবার দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান হতে চলেছে বলে জানান পুজারিরা ও ভক্তবৃন্ধরা ।