জয়নাল আবেদীন রিটন:
কিশোরগঞ্জের ভৈরবে তিন কেজি গাজাসহ শাকিল আহম্মেদ (২৫) নামে এক কলেজ শিক্ষার্থীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অদিদপ্তর ভৈরব সার্কেল সদস্যগণ। তার বাড়ি নরসিংদীর রায়পুরা খানাধিন নিলক্ষিয়া গ্রামে। এছাড়াও সে ভৈরব হাজী আসমত কলেজের অনার্সে রাষ্টবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী । তার পিতার নাম আবুল বাশার। আজ সকালে ভৈরব বাজার নৌকা ঘাট থেকে শাকিলকে আটক করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অতিদপ্তর ভৈরব সার্কেলের পরিদর্শক মাসুদুর রহমান জানান, আজ সকালে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরব বাজারের খেয়াঘাট এলাকায় অভিযান পরিচালনা করি। এ সময় আশুগঞ্জ থেকে খেয়া পাড় হয়ে আসা এক যুবকের ব্যাগ তল্লাশী করে ৩ কেজী গাঁজা উদ্ধার করা হয়। তার নাম শাকিল । সে হাজী আসমত কলেজের অনার্সের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। জিজ্ঞাসাবাদে শাকিল জানায়, সে সপ্তাহে দু বার করে একাজ করে থাকে। শাকিলের স্বীকারোক্তিতে তাকে ছয় মাসের কারাদন্ড দেয় ভ্র্যাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট উপজেলঅ সহকারি কমিশনার (ভুমি) হিমাদ্রী খিসা।