মো:শাহনূর,ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে খাদ্য উৎপাদনকারি প্রতিষ্ঠান এলিন ফুড প্রোডাক্টসে কর্মরত শ্রকিরা তিন দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেনে। আজ শনিবার ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে বিক্ষোভ করেন শ্রমিকরা। পৌর এলাকার লক্ষ্মীপুরস্থ প্রতিষ্ঠানটির সামনে থেকে ৭শতাধিক শ্রমিক নারী পুরুষ বিক্ষোভ মিছিল নিয়ে ভৈরব দুর্জয় মোড় প্রদক্ষিণ করে পুণরায় প্রতিষ্ঠানের সামনে ফিরে আসে।
এসময় বিক্ষোভকারী শ্রমিকরা সরকার নির্ধারিত ন্যায্য বেতন, বোনাস ও মাসের নির্ধারিত সময়ে বেতন পরিশোধের দাবিতে শ্লোগান দেয়। শ্রমিকদের ন্যায্য দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে যোগ না দেয়ার ঘোষণা দেয় বিক্ষোভকারীরা।
বর্তমানে প্রতিষ্ঠানটিতে পুরুষ শ্রমিকের বেতন ৪ হাজার ও মহিলা শ্রমিকের বেতন ৩ হাজার টাকা দেয়া হয় বলে শ্রমিকরা জানান।
এদিকে শ্রমিকদের দাবি ১৫ দিনের মধ্যে মেনে নেবে বলে কর্তৃপক্ষ আশ্বাস দিলে, শ্রমিকরা যার যার কাজে ফিরে যান।