জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি:
কিশোরগঞ্জের ভৈরবের শম্ভুপুরে নিজ অর্থায়নে এক ইতালি প্রবাসী মোজাম্মেল আলম দিপু এর ইতালিতে মনফালকন শহরে অবস্থিত একটি টিকাদারী প্রতিষ্ঠান পক্ষ থেকে তিনশতাধীক গরীব অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী চাল,ডাল, তেল ও পিয়াজ বিতরণ করেছেন। আজ সকালে এগারটায় নিজের জন্মস্থান ভৈরবে শম্ভুপুর গ্রামে বিভিন্ন বয়সের দরিদ্র নারী-পুরুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন তার বাবা সমাজ সেবক রফিকুল আলম (জজ মিয়া) ও বড় ভাই ডা:মোশারফ হোসেন অপু। এসময় খাদ্য সামগ্রী বিতরণী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিশ্বব্যাপি মহামারি রুপধারনকারি করোনা ভাইরাসের বিস্তার প্রতিরোধে সরকারি ঘোষনা অনুযায়ী ৪এপ্রিল থেকে আগামী ১১এপ্রিল পর্যন্ত বর্ধিত করে ভৈরবের সব ধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষনা করা হয়েছে। এতে করে চরম বিপাকে পড়েছেন স্থানীয় নি¤œ আয়ের মানুষজন। জাতির এই ক্রান্তি সময়ে তালিকা করে নিজ গ্রামের তিনশত দরিদ্র মানুষদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে পাচঁ কেজি চাল, এক কেজি ডাল,এক কেজি পিয়াজ ও একলিটার তেল তুলে দেন রফিকুল আলম (জজ মিয়া) ও বড় ভাই ডা:মোশারফ আলম অপু। এদিকে অভাব অনটনের এমন দিনে খাদ্য সামগ্রী হাতে পেয়ে সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এলাকাবাসী।
এছাড়াও ইতালি প্রবাসী মোজাম্মেল আলম দিপু মানবিক আয়োজনকে ধন্যবাদ জানিয়ে সমাজের অন্যান্য বিত্তবানদেরও এগিয়ে আসার আহবান জানিয়েছেন ভৈরবের সাধারন মানুষ ।