মোঃশাহনুর,ভৈরব প্রতিনিধি।
“ জেগে উঠো তারুণ্য ” এই শ্লোগানকে সামনে রেখে ভৈরবে আন্তর্জাতিক দুর্ণীতি বিরোধী দিবস ২০১৯ অনুষ্টিত হয়েছে। উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির আয়োজনে আজ সকাল সাড়ে এগারটায় ঢাকা-সিলেট মহসড়কের ভৈরব দূর্জয় মোড়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্টিত হয়। মানবন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সায়দুল্লাহ মিয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা, নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এস.এম বাকী বিলাহ, বইমেলা পরিষদের সভাপতি আতিক আহমেদ, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শরীফ আহমেদ, সহ-সভাপতি জিতেন্দ্র চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক আরবুজ্জামান আপন, সদস্য হাবিবুর রহমান, প্রথম আলো ভৈরব অফিসের নিজস্ব প্রতিবেদক সুমন মোলা, কালের কন্ঠের প্রতিনিধি আদিল উদ্দিন আহমেদ, বন্ধুসভার সভাপতি আসাদুজ্জামান সোহেল, সাধারণ সম্পাদক আল আমিন তুষার, সদস্য তুশরা, রফিকুল ইসলাম মহিলা কলেজের শিক্ষার্থী কুলসুম আক্তার, লামিয়া প্রমুখ।
এ সময় মানববন্ধনে শিক্ষার্থী, রাজনৈতিক নেতৃবৃন্ধ, শিক্ষক, সাংবাদিক , প্রশাসনের লোকজনসহ সুশীল সমাজের ব্যাক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
মানববন্ধনে বক্তারা বলেন, আমাাদের মাননীয় প্রধানমন্ত্রী দুর্ণীতি রোধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছেন। আমরা যেন আমাদের কোন কাজ হাসিল করতে দুর্নীতির চেষ্টা না করি। কোন কাজ হাসিল করতে কোন কর্মকর্তাকে যেন দুর্ণিিত করতে বাধ্য না করি। আমরা যেন সৎ থাকি। তাহলেই দুর্নীতি থাকবেনা।