নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের ভৈরবে ন্যাশনাল সোসাইটি ফর দি ডিমক্র্যাবল সার্ভিসেস এর আয়োজনে ২৪ জুন ২০১৮ তারিখে বলাকা কিন্ডার গার্টেন, পঞ্চবটি মাঠে অনুষ্ঠিত হয়ে গেল অন্ধ প্রতিবন্ধিদের প্রীতি ক্রিকেট ম্যাচ। এতে অংশ গ্রহণ করেন গাজীপুর প্রতিবন্ধি অন্ধ সংস্থা বনাম ভৈরব প্রতিবন্ধি অন্ধ সংস্থা। উক্ত ক্রিকেট ম্যাচে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু ও দৈনিক রুদ্র বাংলার প্রতিনিধি ও শহর আওয়ামী লীগ শিক্ষা বিষয়ক সম্পাদক এ.কে.এম. নাজমুল হক। উক্ত ম্যাচে বিজয়ী হয় গাজীপুর প্রতিবন্ধি অন্ধ সংস্থা। বিজয়ীদের মাঝে পুরষ্কার তোলে দেন ভৈরব উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু, ৩নং ওয়ার্ডের কমিশনার মমিনুল হক রাজু ও সহ নেত্রীবৃন্দ। অপরদিকে সমাধান টিভির পক্ষ থেকে উভয় দলকে শুভেচ্ছা পুরষ্কার তোলে দেন সমাধান টিভির প্রতিনিধি রাসেদুজ্জামান রাসেল ও মনিরুজ্জামান মনির সাথে ছিলেন যুবলীগ নেতা মোঃ রজত, ৩নং ওয়ার্ড সেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন পায়েল।উত্তেজনা পূর্ণ ম্যাচে পুরো মাঠে দর্শকের সমাগম ছিল লক্ষ্য করার মত। উপস্থিত অতিথি ও দর্শক বৃন্দ প্রতিদন্ধীতা মুলক ম্যাচটি খুব উপভোগ করেন। উক্ত অনুষ্ঠানের সার্বিক সহযোগীতায় ছিলেন মোঃ সামসুল হুদা, মোঃ ফালু মিয়া, রশিদ মিয়া, শহিদ মিয়া।
Related Articles
রোনালদোর করোনা পজিটিভ
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ক্রিস্তিয়ানো রোনালদো। বুধবার নেশন্স লিগে সুইডেনের মুখোমুখি হওয়ার কথা ছিল পর্তুগাল অধিনায়কের। করোনা পরীক্ষায় পজিটিভ হওয়ায় এই ম্যাচে তার আর খেলা হচ্ছে না। ইতালির নতুন কোয়ারেন্টাইন বিধি অনুযায়ী ১০ দিনের জন্য আইসোলেশনে থাকতে হবে জুভেন্টাসের ফরোয়ার্ডকে। মঙ্গলবার অফিসিয়াল বিবৃতিতে পর্তুগিজ ফুটবল ফেডারেশন এই তথ্য নিশ্চিত করেছে, ‘কোভিড পরীক্ষায় পজিটিভ হওয়ার পর জাতীয় […]
বৃষ্টির কারনে ওবাই ত্রিদেশীয় সিরিজ চেম্পিয়ন বাংলাদেশ ও আফগানিস্তান
এ.আর. মুশফিক: বৃষ্টিতে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল পরিত্যক্ত হওয়ার পর আফগানিস্তান ছুটল হোটেলের পথে। রাতেই ধরতে হবে কাবুলের বিমান। বাংলাদেশ দল তখন মিরপুর শের-ই-বাংলায়। দুই দলে বিভক্ত হয়ে চলল ফুটবল যুদ্ধ। কী সিরিয়াস সেই যুদ্ধে! এ ওকে পাস দেয়। আরেকজন ট্যাকেল করে। দুর্দান্ত সব পাস। দুরন্ত সব ট্যাকেল। মনে হচ্ছিল শিরোপা ভাগাভাগি করে বেশি খুশি বাংলাদেশ শিবির! […]
বিশ্বকাপের ট্রফি নিয়ে ঘুমাতে চাই: এমবাপ্পে
ক্রীড়া ডেস্ক: স্যামুয়েল উমতিতি গোল করে ফ্রান্সকে বিশ্বকাপের ফাইনালে উঠালেও কিলিয়ান এমবাপ্পেকে নিয়ে আলোচনা হচ্ছে সবথেকে বেশি। বেলজিয়ামের বিপক্ষে ১-০ গোলে জয় পাওয়া ম্যাচে এমবাপ্পে দারুণ কয়েকটি সুযোগ তৈরি করেছিলেন। পাভার্ড, জিরুর্ডরা ফিনিশিং দিতে পারলে জয়ের ব্যবধান আরও বড় হতো। প্রথমার্ধের ৩৯ মিনিটে এমবাপ্পের পাসে বল নিয়ে ভেতরে ঢুকেন পাভার্ড। কিন্তু তার নেওয়া শট রুখে দেন কুর্তোয়া। […]