সোহেলুর রহমান ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরব পৌর এলাকার পঞ্চবটির, পকুর পাড়, নতুন রাস্তা, বউ বাজার এলাকায় প্রকাশ্যে গাঁজা, ফেনসিডিল, ইয়াবার রমরমা বানিজ্য চলছে দীর্ঘ দিন যাবৎ। যে সকল মাদক ব্যবসায়ীরা প্রকাশ্যে মাদক বেচকেনা করছে তাদের মধ্যে সোর্স কাশেম হত্যা মামলার চার্জশিট ভুক্ত আসামী পুকুর পাড়ের মাইগ্যা আলম, পুলিশের উপর হামলা মামলার আসামী সোর্স সানু, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ভৈরব সার্কেলে অগ্নি সংযোগ মামলার চার্জশিট ভুক্ত আসামী জজ মিয়ার ছেলে জীবন, তার ছোট ভাই রিপন, স্বপন ওরফে ঝিরা স্বপন, পঞ্চ বটি এলাকার কুখ্যাত মহিলা মাদক কারবারি সূমি, এলাকাবাসী জানাই সুমির বিরুদ্ধে ভৈরব, বি-বাড়িয়ার, আখাউড়া সহ দেশের বিভিন্ন থানায় প্রায় ৩০ টি মাদকের মামলা রয়েছে। পুলিশের ক্রস ফায়ারে নিহত হেলিমের বড় ভাই পুকুর পাড়ের শাহীন,সোর্স ওসমান ও ওসমানের স্ত্রী আখিঁ,বউ বাজার এলাকার জয়নাল হাজী ওরফে ছাগলইল্যা হাজীর ছেলে রাজন,ছোট পুকুর পাড় এলাকার তোফাজ্জলের স্ত্রী পারভিন,পঞ্চবটী নতুন রাস্তা মসজিদ সংলগ্ন এলাকার কিসমতের ছেলে বাবুল,লতিফা ওরফে সোর্স লতিফা,পুকুর পাড় এলাকার এক কথিত সাংবাদিকদের মেয়ে রত্মা, জনাব আলী স্কুলের পিছনের বাড়ীর চায়না, সহিদ মিয়ার ছেলে আমান,পুকুর পাড়ের সললা বাইজ্যার বাড়ীর আলামিন, পুকুর পাড়ের সাদ্দাম, ফাতি, বিলিবিলি ও তার জামাই রুবেল, সুমন, নূর আলম, জালাল, বিলকিস, স্বপ্না, দানা মিয়া,ফাতি,রাবিয়া বেগম । পঞ্চবটী বউ বাজার এলাকার হুসেন মিয়ার বাড়ীর পাশে, সেন্টু মিয়ার গলি ও পঞ্চবটি ইদগাঁ এর রাস্তার গলিতে বিক্রি হচ্ছে মাদক। উল্লেখিত মাদক ব্যাবসায়ীরা সীমান্ত এলাকা থেকে গাঁজা,ফেনসিডিল, ইয়াবা এনে উল্লেখিত এলাকায় অবাধে মাদকসেবিদের কাছেবিক্রি করা সহ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন মাদকের স্পষ্ট গুলোতে পাচার করছে। সূত্র জানায় উল্লেখিত মাদকের স্পট গুলোতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান সহ আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারি না থাকায় মাদক ব্যবসায়ীরা নির্বিঘ্নে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে। গোপন সূত্রে প্রকাশ চিহ্নিত মাদক ব্যাবসায়ী, স্বপন, রাজন রিপন, ওসমান সহ অধিকাংশ মাদক ব্যাবসায়ী ক্ষমতাসীন দলের লেভেল লাগিয়ে অবাধে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে, ফলে ভয়ে তাদের বিরুদ্ধে কেউ মুখ খোলেনা। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে উল্লেখিত মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকাবাসী।
Related Articles
খিলগাঁও এ হেরোইনসহ ১জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডিএমপি খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল আলমের নেতৃত্বে এস.আই মোঃ রুহুল আমীন সঙ্গীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে থানাধীন শহীদ বাকী সড়ক এলাকা থেকে ১ গ্রাম হেরোইন সহ মোঃ ওমর ফারুক (৬২) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা নংÑ ২, তারিখÑ ০১/০৪/২০২৩ইং দায়ের করা হয়েছে। থানার এস.আই জয়ন্ত […]
ভৈরবে ২৪ কেজি গাঁজা ও মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ীকে আটক
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: ভৈরবে দূর্জয়মোড় এলাকায় ২৪ কেজি গাঁজা ও ১টি হায়েচ মাইক্রোবাসসহ মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব-১৪,ভৈরব ক্যাম্প। আটককৃত মোঃ নাছির ভূঁইয়া (৫০) মাদক ব্যবসায়ী ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া থানাধিন মালদার পাড়া গ্রামের অহিদ ভূঁইয়ার ছেলে। র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, রবিবার রাত ৮টায় র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ […]
একই নামে ও নিবন্ধনে স্থাপিত দুই বিদ্যালয় দেখান কেউ নেই
পুরাতন ভবন কাউসার মিয়া: নরসিংদীর রায়পুরায় কোহিনুর জুট মিলস্ হাই স্কুলের নামে প্রতিষ্ঠা করা হয়েছে আরেকটি বিদ্যালয়। একটি মুছাপুর ইউনিয়নের গৌরীপুর গ্রামে অবস্থিত। আরেকটি বেগমাবাদ গ্রামে অবস্থিত এবং দুটি বিদ্যালয়ের কোড নং একই। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সম্মানিত সদস্য শেখ তশরিফুল আলম বলেন আমাদের বিদ্যালয়টি বিগত ১৯৮১ সালে স্থাপিত হয় এবং ২০০১ সালে এমপিও ভুক্ত হয়। […]