মোঃ ছাবির উদ্দিন রাজু কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়া ও পরাজিত ইউপি সদস্য মানিক মিয়ার সমর্থকদের মাঝে দুই দফা সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিজয়ী ইউপি সদস্য মাহতাব মিয়ার সমর্থক নারী পুরুষ সহ ১৫ জন আহত হয় এবং বেশ কয়েকটি বাড়ী ঘর ভাংচুর সহ লুটপাটের অভিযোগ পাত্তয়া পর, ১ম পক্ষের মাহতাব ম্যাম্বারের দায়ের করা মামলা থানায় এন্ট্রি হলে,দ্বিতীয় পক্ষ মামলা করার আলামত না থাকায় আজ নিজের জমিনের পেঁপে গাছ নিজেরা কেটে মামলার আলামত তৈরীর করার অভিযোগ পাওয়া গেছে। এই বিষয়ে সরজমিনে গেলে স্থানীয় পথচারী ও কৃষকদের মধ্যে শারমিন বেগম,মনিরা বেগম,দেলোয়ারা বেগম, মোঃ লাল মিয়া, সুমাইয়া বেগম ও মোঃ জালাল উদ্দীন জানান মাহতার ম্যাম্বার ও তার সমর্থকদের ফাঁসানোর জন্যে আজ শনিবার দুপুরে আনার কলি,শামসুন্নাহার জিয়াসমিন বেগম সহ নাম না জানা আরো একজন নিজেদের পেঁপে ও তরিতরকারির বাগানের কিছু দূর্বল গাছ কেটে ফেলতে দেখেছেন এবং মামলার আলাত তৈরীর জন্য এ কাজ করেছেন বলে জানান। এই বিষয়ে শিমুল কান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আঃ আজিজ ও সহসভাপতি মোঃ ফয়েজ উদ্দিন মঠো ফোনে জানান উক্ত ঘটনায় মাহতাব মিয়ার ১৫ জন আহত,এর মধ্যে একজন গুরুতর আহত,মাহতাব মিয়াকে ফাঁসানোর জন্যে এই সমস্ত গাছ কাটার ভিত্তিহীন আলামত তৈরী করতেছে। ২য় পক্ষের মোঃ আঃ বারিক মিয়ার দ্বিতীয় স্ত্রী ফুলেন্নছা আজ ১ম দিনের সংঘর্ষের আঘাতের ব্যাথা নিয়ে দুপুরে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন,তিনি জানান এলাকায় গাছ কাটার বিষয়ে কিছুই জানেন না। গত বৃহস্পতিবার ভৈরব থানার অফিসার ইনচার্জ মোঃ গোমাম মস্তুফা সঙ্গীয় ফোর্স নিয়ে সংঘর্ষের তুলাকান্দি এলাকা পরিদর্শন করে পরিস্থিতি সাবাবিক রাখার জন্য দুই পক্ষকে পরামর্শ ও নির্দেশদেন। এই বিষয়ে ১ ম পক্ষের মামলার আয়ূ এস আই রিগেন কে ফোন দিয়ে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আমি এখন কিশোরগঞ্জে আছি, আজকের এই ঘটনার কিছুই জানি নাই,জেনে পরে জানাব।
Related Articles
ওয়ারীতে ২শ গ্রাম গাঁজা সহ ১জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):ডিএমপি ওয়ারী থানার পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ সাজ্জাদ রোমন জানান গত ৫ এপ্রিল থানার ওসির নেতৃত্বে এস.আই মোঃ জহির হোসেন ও এ.এস.আই মোঃ শওকত আলী সংগীয় র্ফোসদের নিয়ে এক অভিযান চালিয়ে থানাধীন নবাবপুর সরকারী স্কুলের সামনে রাস্তা থেকে জামানপুর জেলাধীন সরিষাবাড়ী থানা এলাকার মোঃ হামিদুল (৩০ কে আটক করে তার হাতে […]
সিলেট থেকে আন্তর্জাতীক মানব পাচারকারি র্যাবের হাতে আটক
জয়নাল আবেদীন রিটনঃ তুরস্ক, ইটালী,গ্রিস মালয়েশিয়া,কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশের জাল পাসপোর্ট এবং ভিসা তৈরীর সাথে জড়িতে থাকার অভিযোগে মাসুম আহম্মেদ (৩১) নামে মানব পাচারকারিকে জাল পাাসপোর্টের ফটোকপি এবং জাল টার্কি ভিসায় ব্যবহৃতএ্যাম্ভুস সীল তৈরির মেশিনসহ গ্রেফতার করেছে র্যাব-১৪,সিপিসি-৩ ভৈরব ক্যাম্প সদস্যগণ। আজ সোবার সকাল সাতটার সময় সিলেটের মজুমদারপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয়। মাসুম সিলেট […]
কোটা সংস্কার আন্দোলনের তিন নেতা রিমান্ডে
সমাধান ডেস্ক: আলাদা ২ মামলায় কোটা সংস্কার আন্দোলনকারী সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক ফারুক হাসানসহ ৩ নেতার ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আব্দুল্লাহ আল মাসুদ এই আদেশ দেন। রিমান্ডপ্রাপ্ত অপর ২ আসামি হলেন- মো. মশিউর রহমান ও জসিম উদ্দিন। গত ৯ এপ্রিল দিবাগত রাত থেকে চারটা থেকে […]