সমাধান ডেস্কঃ ভৈরবের এই প্রতিভাবান ছেলে, নাম নাইম হক, একজন তরুন নির্মাতা, ইতিমধ্যে ১৩.৫৮ মিনিটের একটি শর্ট ফিল্ম “The Typist” বানিয়ে বাংলাদেশে সহ বহির্বিশ্বে নাম করে ফেলছে এবং ভারত, ইতালিতে সফর করে আসছে, সামনে কানাডা যেতে পারে এই শর্ট ফিল্মের ফেস্টিভালের জন্য।
জীবনের প্রথম নির্মাণ দিয়ে এখন পর্যন্ত যা অর্জন, তাতে খুশী নাঈম হক। তবে একই সঙ্গে কিছুটা হতাশও এই তরুণ নির্মাতা। তার মতে, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রকে ছোট করে দেখার প্রবনতা আছে অনেকের। বিশেষ করে যারা অর্থ লগ্নি করেন, তারা তরুণ নির্মাতাদের পাশে এগিয়ে আসেন না, নতুন নির্মাতা বলে কেউ ভরসা করেন না।
‘দ্য টাইপিস্ট’ মুক্তি নিয়ে নির্মাতা বলেন, নভেম্বর বা ডিসেম্বরের দিকে স্বল্পদৈর্ঘ্যটি অনলাইনে মুক্তি দিতে চাই।
‘দ্য টাইপিস্ট’-এর গল্প ও চিত্রনাট্য লিখেছেন নাজিরী সাগর। কেন্দ্রীয় চরিত্রে হাসান ইমাম ছাড়াও এই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তন্ময় ও নিপা খান।