বিনোদন

‘সুবোধ’ নওশাবা-কল্যাণ

বিনোদন ডেস্ক : ‘এই নাটকে আমার চরিত্রের নাম মিথিলা। গ্রাম থেকে শহরে আসি। শহরে এসে সারভাইভ করতে না পেরে ছিনতাইসহ নানারকম অপরাধ জগতের সঙ্গে জড়িয়ে পড়ি। এ ধরণের চরিত্রে আগে কাজ করিনি। সুবোধ একটি সামাজিক গল্পের নাটক। এখানে চাহিদা অনুযায়ী চরিত্রকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ একক নাটক ‘সুবোধ’ প্রসঙ্গে কথাগুলো বলেন অভিনেত্রী কাজী নওশাবা।

ঈদুল আজহা উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। শুভ্র সরখেল রচিত এ নাটকটি পরিচালনা করেছেন মামুন খান। আর এতেই অভিনয় করছেন কাজী নওশাবা।

নাটকের গল্প প্রসঙ্গে পরিচালক মামুন খান বলেন, ‘বসু একজন প্রভাবশালী ব্যক্তি। তার এলাকায় বসবাস করে সুজন নামের আরেক যুবক। সুজন সামান্য একটি চাকরি করে জীবনযাপন করে। অন্যদিকে সুজনের বাবা প্রায়ই অসুস্থ থাকেন। সুজনের প্রেমিকা ইভা ধনী পরিবারের মেয়ে। সবকিছু মেনে নিয়েই সুজনের সঙ্গে পথ চলতে চায় সে। অপরদিকে মিথিলা গ্রামের সহজ সরল একটি মেয়ে। কিন্তু বাস্তবতার বেড়াজালে তাকে খারাপ পথে নামতে হয়। সে শুরু করে নানা অপরাধমূলক কাজ। এদিকে বসুকে পছন্দ করে মিথিলা। তারপর নানা ঘটনার মধ্য দিয়ে এগিয়েছে নাটকটির গল্প।’

নাটকের গল্পে বসু চরিত্রে দেখা যাবে কল্যাণ কোরাইয়াকে। মিথিলা চরিত্রে কাজী নওশাবা অভিনয় করছেন। এছাড়াও নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন-এ্যানি খান, প্রিন্স রনি, হারুন রশিদ, জে আর খান জিতুসহ অনেকে।

কল্যাণ কোরাইয়া বলেন, ‘নাটকটির নাম সুবোধ। নামেই ভালো কিছু বোধের আভাস রয়েছে। গল্পটাও একটু ভিন্ন ঘরানার। দর্শক যাতে ভালো কিছু গ্রহণ করতে পারেন নাটকটির মাধ্যমে আমরা সেই চেষ্টাই করছি।’

নির্মাতা মামুন খান বলেন, গত ২৩ জুলাই থেকে রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে নাটকটির দৃশ্যায়নের কাজ শুরু করি। বৃষ্টির কারণে আউটডোরের শুটিং করতে একটু বিলম্ব হচ্ছে। তারপরও যত্নসহকারে কাজটি করছি। কল্যাণ, নওশাবা, প্রিন্স রনি ও এ্যানিসহ সকলেই ভালো করছে। আশা করছি, দর্শকদের কাছেও নাটকটি ভালো লাগবে।’

এখনো নাটকটির শুটিং বাকি রয়েছে। আগামী ২৯ জুলাই নাটকটির পরবর্তী শুটিংয়ের তারিখ নির্ধারণ করা হয়েছে। কারুকাজ প্রোডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে এটি। এর নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন এস জেড আর সরকার। ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলে নাটকটি প্রচারিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *