ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা মুন্সির বিরুদ্ধে মসজিদের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মো. ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। বিচারক আফরিন আহমেদ হ্যাপী মামলাটি ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছেন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, চিলোকূট গ্রামের বাসিন্দা ইসমাইল মুন্সি চিলোকূট মুন্সিবাড়ি শাহী জামে মসজিদ কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। তার বার্ধক্য ও অসুস্থতাজনিত কারণে ২০১৯ সালের জুন মাসে তার ছেলে যুবলীগ নেতা সোহেল রানা মুন্সিকে কোষাধ্যক্ষর দায়িত্ব দেওয়া হয়। এরপর মসজিদ ফান্ডের ৭ লাখ ৯ হাজার টাকা নিজের কাছে নিয়ে নেন সোহেল। এজহারে আরও বলা হয়, মসজিদের পুননির্মাণ কাজ শুরু হলে কমিটির লোকজন সোহেলের কাছে ফান্ডের টাকা দিতে বলেন। কিন্তু টাকা না দিয়ে ঘুরাতে থাকেন তিনি। সর্বশেষ গত মঙ্গলবার (২৬ জানুয়ারি) কমিটির লোকজন টাকা ফেরত দিতে বললে মসজিদের পাওনা অস্বীকার করেন সোহেল। এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে সোহেল কমিটির সাধারণ সম্পাদক ইকবালসহ কয়েকজনকে মারধর করেন। মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মহিউদ্দিন স্বপন জানান, বিচারক মামলাটি আমলে নিয়ে সদর মডেল থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে বলেছেন।
Related Articles
গাঁজাসহ মামা ভাগিনা র্যাব ১৪ ভৈরব ক্যাম্প সদস্যদের হাতে আটক
জয়নাল আবেদীন রিটন, বিশেষ প্রতিনিধি: র্যাব -১৪, ভৈরব ক্যাম্প কর্তৃক ২৫ কেজি গাঁজা ও একপি পিকআপ উদ্ধারসহ মামা ভাগিনা আটক হয়েছেন। আজ বিকেল চার ঘটিকায় তাদেরকে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানাধিন বুধন্তী বাজার এলাকা হইতে আটক করা হয়। আটককৃতরা হলো ব্রাহ্মণ বাড়িয়ার সরাইল থানাধিন পরমানন্দপুর গ্রামের মৃত জহুর আলীর ছেলে কবির আহমেদ (৩৩), জামালপুর জেলার ইসলামপুর […]
মতিঝিলে পৃথক ৩ অভিযানে ২ কেজি গাঁজা ও একলক্ষাধিক টাকার মদ সহ ০৩ জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ): ডিএমপি মতিঝিল থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কালাম আজাদ এর নেতৃত্বে এসআই মোঃ শহীদুল ইসলাম ও এএসআই সোহেল আহমেদ এক অভিযান চালিয়ে ঝপঁঃপয ডযরংশু সহ বিভিন্ন ধরনের ১ লাখ ২৫ হাজার টাকার ২৫ বোতল বিদেশী মদ সহ নড়াইল জেলার মৃত এলেম শিকদারের পুত্র মোঃ ফারুক হোসেন শিকদার (৫৫) কে গ্রেফতার […]
ভৈরবে শিশু কিশোররা জড়িয়ে পড়ছে অপরাধ মূলক কর্মকান্ডে
সোহেলুর রহমান , ভৈরব প্রতিনিধি ভৈরবে শিশু কিশোররাও জড়িয়ে পড়ছে মাদক ,চুরি, ছিনতাই, এমনকি হত্যাকান্ডের মত ঘটনায়ও। দিন দিন এসব কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছে চরম আকারে। আশংকায় পড়েছেন অভিবাবকরা। এ সকল অপরাধ মূলক কর্মকান্ডে অনেকাংশে এর মূল কারণ হিসেবে দেখা গেছে মাদকে সংশ্লিষ্ট হয়ে পড়া। এ ছাড়াও অভিবাবকদের অসেচতনতার কারণে শিশ কিশোরদের মধ্যে বৃদ্ধি পাচ্ছে অপরাধ […]