অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার বাদল ডাক্তার’কে আটক করেছে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্প।

জয়নাল আবেদীন রিটন বিশেষ প্রতিনিধি:

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ঘোষিত মাদক বিরোধী অভিযানে এলিট ফোর্স র‌্যাব গুরুত্বপূর্ন ভূমিকা পালন করে আসছে। মাদকের ভয়াল গ্রাস থেকে দেশ ও যুব সমাজকে রক্ষায় র‌্যাব নিরলস কার্যক্রম পরিচালনা করছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব ক্যাম্প গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, একটি মাদক ব্যবসায়ী চক্র নিয়মিত সীমান্ত এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে বিজয়নগর থানাসহ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিভিন্ন স্থানে পাইকারি/খুচরা বিক্রয় করে থাকে। উক্ত তথ্যের সত্যতা যাচাইয়ের জন্য উক্ত মাদক ব্যবসায়ী চক্রের উপর র‌্যাবের নিরবিচ্ছিন্ন গোয়েন্দা নজরদারী চালানো হয় এবং তথ্যের সত্যতা পাওয়া যায়। এরই প্রেক্ষিতে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং স্কোয়াড কমান্ডার সিনিয়র এডি চন্দন দেবনাথ এর নেতৃত্বে একটি আভিযানিক দল ০৯/১২/২০১৯ ইং তারিখ ০৭.৫০ ঘটিকার সময় ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন উথারিয়াপাড়া গ্রামস্থ ধৃত আসামী মোঃ বাদল মিয়ার বসত বাড়ীতে অভিযান পরিচালনা করেন, মোঃ বাদল মিয়া (৫০), পিতা মৃত জয়নাল আবেদীন, সাং-উথারিয়াপাড়া, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়িয়া’কে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে (ক) ৩৩ বোতল ফেন্সিডিল, (খ) ১২১ বোতল স্কাফ, (গ) মাদক বিক্রির নগদ ১১২৫০/- টাকা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামতের আনুমানিক মূল্য ৩,১৯,২৫০/- টাকা। ধৃত আসামীর বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *