দেশজুড়ে

বেলাব থানার রাধাখালি বাজার থেকে বিন্দাবাইদ রাস্তার বেহাল অবস্থা


নরসিংদী জেলা প্রতিনিধি :
নরসিংদী জেলার বেলাব থানার বিন্দাবাইদ ইউনিয়নের বিন্দাবাইদ থেকে রাধাখালি বাজার পর্যন্ত রাস্তাটি আড়াই মাস আগে কার্পেটিং করা হয়।কিছু অবৈধ বালু ব্যবসায়ীর কারনে রাস্তাটি ভেঙ্গে নষ্ট হয়ে যাচ্ছে। প্রতিদিন শত শত ট্রাক লড়ি দিয়ে নদী খননের বালু বিক্রি করে দিচ্ছে। আর এই রাস্তা দিয়ে ট্রাক লড়ি যাওয়ার কারণে রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে।এলাকাবাসীর অভিযোগ যারা এই অবৈধ বালুর ব্যবসা করে তারা প্রভাবশালী, আমরা তাদের কিছু বলতে পারি না।স্কুল,মসজিদ, মাদ্রাসায়, ঈদগায় মন্দিরে বালু দেওয়ার কথা থাকলেও তারা এই বালু বিক্রি করে দিচ্ছে।তারা শিল্প মন্ত্রী নুরুল মাজিদ হুমায়ুন ও তারছেলে সাদীর লোক বলে পরিচয় দেয়। এ ব্যাপারে ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য মজিবুর রহমান বলেন, আমি এই ব্যবসার সাথে জড়িত, সাথে আছে সাবেক মেম্বার রাশেদ ও থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজহার মাস্টার। গাড়ি চললে রাস্তার কিছু ক্ষতি হবেই। বৃন্দাবাইদ ইউনিয়নের চেয়ারম্যান গোলাপ মিয়া বলেন, আমার বাড়ির চারপাশে বন্যার পানি থাকার কারণে আমি বাড়ির বাইরে যাইতে পারতেছি না, তাদের অবৈধ বালুর ব্যবসা কারণে আমার রাস্তার ক্ষতি হবে এটা মেনে নেওয়া যায় না। আমিএই ব্যপারে পদক্ষেপ নিব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *