রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮

বিশ্বকাপে পেনাল্টির নতুন রেকর্ড

এ.আর. মুশফিক: এবারের বিশ্বকাপে প্রথম পেনাল্টিটা নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পেনাল্টির রেকর্ড গড়া পেনাল্টিও নিলেন তিনিই। পার্থক্য, প্রথমটায় গোল করেছিলেন, দ্বিতীয়টা থেকে গোল করতে পারেননি পর্তুগিজ মহাতারকা।

রাশিয়া বিশ্বকাপের এখনো গ্রুপপর্বই শেষ হয়নি। এরই মধ্যে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পেনাল্টির নতুন রেকর্ড গড়েছে এবারের টুর্নামেন্ট! সোমবার রাতে সারানস্কেতে পর্তুগাল-ইরান ম্যাচে রোনালদোর পেনাল্টিটা এই আসরে ১৯তম।

২০০২ সালে দক্ষিণ কোরিয়া ও জাপানে যৌথভাবে আয়োজিত বিশ্বকাপে ১৮টি পেনাল্টি ছিল আগের রেকর্ড। ২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপে পেনাল্টি হয়েছিল মোট ১৩টি।

পর্তুগাল-ইরান ম্যাচে পরে পেনাল্টি হয়েছে আরো একটি। অর্থাৎ রাশিয়া বিশ্বকাপে প্রথম ৩৬ ম্যাচেই পেনাল্টি হলো ২০টি। টুর্নামেন্টের এখনো বাকি ২৮ ম্যাচ! পেনাল্টির সংখ্যা কোথায় গিয়ে ঠেকবে?

অবশ্য বিশ্বকাপে এবারই প্রথম ব্যবহার করা হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) প্রযুক্তি। পেনাল্টি বেশি হওয়ার এটা অন্যতম কারণ। ২০ পেনাল্টির ৮টিই দেওয়া হয়েছে ভিএআর প্রযুক্তির সহায়তায়।

এই ২০ পেনাল্টির মধ্যে গোল হয়েছে ১৫টি। বাকি ৫টি পেনাল্টি থেকে গোল করতে পারেননি খেলোয়াড়রা। সেই পাঁচ খেলোয়াড় হলেন- আর্জেন্টিনার লিওনেল মেসি, পেরুর ক্রিস্টিয়ান কুয়েভা, আইসল্যান্ডের গিলফি সিগুর্ডসন, সৌদি আরবের ফাহাদ আল-মুয়াল্লাদ ও পর্তুগালের ক্রিস্টিয়ানো রোনালদো।

রাশিয়া বিশ্বকাপের ২০ পেনাল্টি:

খেলোয়াড়

দল

প্রতিপক্ষ

গোল/মিস

ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল

স্পেন

গোল
আঁতোয়ান গ্রিজমান ফ্রান্স অস্ট্রেলিয়া ভিএআর রিভিউ গোল
মাইকেল জেডিনাক অস্ট্রেলিয়া ফ্রান্স গোল
লিওনেল মেসি আর্জেন্টিনা আইসল্যান্ড মিস
ক্রিস্টিয়ান কুয়েভা পেরু ডেনমার্ক ভিএআর রিভিউ মিস
লুকা মডরিচ ক্রোয়েশিয়া নাইজেরিয়া গোল
আন্দেস গ্রানকভিস্ট সুইডেন দক্ষিণ কোরিয়া ভিএআর রিভিউ গোল
ফেরজানি সাসি তিউনিসিয়া ইংল্যান্ড গোল
শিনজি কাগওয়া জাপান কলম্বিয়া গোল
মোহাম্মদ সালাহ মিসর রাশিয়া গোল
মাইকেল জেডিনাক অস্ট্রেলিয়া ডেনমার্ক ভিএআর রিভিউ গোল
গিলফি সিগুর্ডসন আইসল্যান্ড নাইজেরিয়া ভিএআর রিভিউ মিস
এডেন হ্যাজার্ড বেলজিয়াম তিউনিসিয়া ভিএআর রিভিউ গোল
কার্লোস ভেলা মেক্সিকো দক্ষিণ কোরিয়া গোল
হ্যারি কেন ইংল্যান্ড পানামা গোল
হ্যারি কেন ইংল্যান্ড পানামা গোল
ফাহাদ আল-মুয়াল্লাদ সৌদি আরব মিসর মিস
সালমান আল-ফারাজ সৌদি আরব মিসর গোল
ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগাল ইরান ভিএআর রিভিউ মিস
করিম আনসারিফারদ ইরান পর্তুগাল ভিএআর রিভিউ গোল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *