মো: আশরাফ আলী বাবু,চীফ রিপোর্টার: বাজিতপুরে পিকআপ গাড়ি, ছোরা ও কাটারসহ মো. টিটু মিয়া ওরফে কালা ওরফে কাইল্লা (২৫) ও মো. মোশারফ হোসেন (২৭) নামে আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় দুই সদস্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে ডাকাতির প্রস্তুতিকালে উপজেলার উজানচর মধ্যপাড়া গ্রামের একটি কলাবাগানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাজিতপুর থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম এর নেতৃত্বে পরিদর্শক (তদন্ত) এস এম শফিকুল ইসলাম, ভাগলপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ এইচ এম কামাল হোসেন, এসআই মো. মাসুদ রানা, পিএসআই আবুল কালাম আজাদ ও এসআই মো. জয়নাল আবেদীনসহ সঙ্গীয় অফিসার ও ফোর্স এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেন। গ্রেপ্তার হওয়া ডাকাতদলের দুই সদস্যের মধ্যে মো. টিটু মিয়া ওরফে কালা ওরফে কাইল্লা কটিয়াদী উপজেলার মধ্য পুরুরা গ্রামের মৃত রোকন মিয়ার ছেলে এবং মো. মোশারফ হোসেন একই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে। বাজিতপুর থানার ওসি মো. সাইফুর রহমান মজুমদার পিপিএম জানান, গ্রেপ্তার হওয়া মো. টিটু মিয়া ওরফে কালা ওরফে কাইল্লা ও মো. মোশারফ হোসেন আন্ত:জেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা সহযোগীদের নিয়ে দীর্ঘদিন যাবত বাজিতপুর থানা এলাকাসহ আশপাশের থানা এলাকায় ডাকাতি করে আসছে। বুধবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে পিকআপ গাড়িতে করে এসে উপজেলার সরারচর-উজানচর সড়কের উজানচর মধ্যপাড়া গ্রামের মজনু মিয়ার কলাবাগানে অবস্থান করে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে, এমন সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১টার দিকে তারা সেখানে অভিযান চালান। অভিযানের সময় একটি ছোরা, দুইটি ধারালো কাটার ও পিকআপ গাড়ি (ঢাকা মেট্রো-ন ১৭-১৭৫৮) সহ মো. টিটু মিয়া ওরফে কালা ওরফে কাইল্লা ও মো. মোশারফ হোসেনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) তাদের আদালতে চালান দেয়া হয়েছে।
Related Articles
খিলগাঁও এ হেরোইনসহ ১জন গ্রেফতার
মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) ডিএমপি খিলগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ ফারুকুল আলমের নেতৃত্বে এস.আই মোঃ রুহুল আমীন সঙ্গীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে থানাধীন শহীদ বাকী সড়ক এলাকা থেকে ১ গ্রাম হেরোইন সহ মোঃ ওমর ফারুক (৬২) কে গ্রেফতার করেছে। এ ব্যাপারে থানায় মামলা নংÑ ২, তারিখÑ ০১/০৪/২০২৩ইং দায়ের করা হয়েছে। থানার এস.আই জয়ন্ত […]
ভৈরবে মেন্দিপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০
কিশোরগঞ্জের ভৈরবে সাদেকপুর ইউনিয়নের মেন্দিপুর গ্রামের দু’পক্ষের সংঘর্ষে আহত হয়েছে ২০ জন। গুরত্বর আহত অবস্থায় ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন, আফছর মিয়ার ছেলে বাদল মিয়া(৩৮), সুহাজ উদ্দিনের ছেলে ফেলাল মিয়া (৩৫), আলাল মিয়া (৩২), মো. বিল্লালের ছেলে সাহাজ উদ্দিন(২৮), ইলিয়াস মিয়ার স্ত্রী আমেনা বেগম (৩৩), জাহের মিয়ার ছেলে মুসলিম […]
ভৈরবে খড়ের গদিতে দুর্বৃত্তের দেয়া আগুনে ব্যপক ক্ষয়ক্ষতি
সমাধান ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকা প্রসাদের নয়া হাটি কামাল মিয়ার বাড়ির ভিতরে খড়ের গদিতে ২০ ডিসেম্বর ২০১৮ তারিখে রাতে তার স্ত্রী ও ছেলে মেয়েরা ঘুমন্ত অবস্থায় বাড়ির সকল কক্ষের দরজা বেধে রেখে দুর্বৃত্তরা আগুন লাগিযে দেয়। এতে প্রায় ২৫০০০ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে তার স্ত্রী ও সন্তানদের চিৎকার শুনে আশেপাশের মানুষ জন এসে […]