খেলা রাশিয়া ফুটবল বিশ্বকাপ ২০১৮

কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত করলো ফিফা

ক্রীড়া ডেস্ক: ২০২২ সালের কাতার বিশ্বকাপের তারিখ চূড়ান্ত করেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। যার মাধ্যমে ভাঙতে যাচ্ছে বিশ্বকাপের জন্য ঐতিহ্যগতভাবে নির্ধারিত জুন-জুলাই সময় অর্থাৎ গ্রীষ্ম মৌসুম।

ফিফা জানিয়েছে, বিশ্বকাপের ২০২২ সংস্করণ মাঠে গড়াবে নভেম্বরের ২১ তারিখ, যা এক মাসের কম সময়ের ব্যবধানে ডিসেম্বরের ১৮ তারিখে কোনো দলের ‘বিশ্বচ্যাম্পিয়নের তকমায়’ পর্দা নামবে। একইদিন অর্থাৎ ১৮ ডিসেম্বর দেশটির ‘জাতীয় দিবস’ও।

মস্কোতে শুক্রবার (১৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ফিফার বর্তমান প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফানতিনো। তবে কাতার বিশ্বকাপে কয়টি দল অংশ নিবে তা নিশ্চিত করা যায়নি। কারণ এরইমধ্যে গুঞ্জন উঠেছে কাতার বিশ্বকাপের অংশ নিচ্ছে ৪৮ দল।

এ বিষয়ে তিনি বলেন, আগামী বিশ্বকাপে ৩২টি দলের ফরমেট নিয়ে আমরা এগোচ্ছি। তবে বিষয়টি নিয়ে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে আলোচনার ‘জায়গা’ রয়েছে।

জুন-জুলাইয়ে টুর্নামেন্টটি না হওয়ার বিষয়ে ফিফা প্রেসিডেন্ট বলেন, এ সময় সেখানে বেশ গরম পড়ে। তাই শীত মৌসুমে তা স্থানান্তর করা হয়েছে। নভেম্বর-ডিসেম্বরে খেলোয়াড়রা ভালোভাবে প্রস্তুত থাকবেন। বলা যায়, এটিই মৌসুমের শুরুর সময়।

এদিকে আয়োজক সূত্র জানিয়েছে, বিশ্বকাপের জন্য ৮টি স্টেডিয়াম প্রস্তুত রা হচ্ছে, যা হবে সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। তাপমাত্রা হবে সহনীয়।

অন্যদিকে ১৫ জুলাই (রোববার) ফ্রান্স-ক্রোয়েশিয়া ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে রাশিয়া বিশ্বকাপ আসর। ঘটন-অঘটনের এবারের বিশ্বকাপকেই সবচেয়ে বেশি ‘আকর্ষণীয়’ আখ্যা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট ইনফানতিনো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *