বিশেষ প্রতিনিধি সুজন মাহমুদ: গত ২১ শে জুন বৃহঃবার বরিশালের বাকেরগঞ্জের বহুল আলোচিত মামলার প্রধান আসামী জাহাঙ্গীর খন্দকারকে পাবনা জেলার বেড়া এলাকা থেকে গ্রেফতার করেছে বাকেরগঞ্জ থানার পুলিশ। এ ব্যাপারে জানতে চাইলে বাকেরগঞ্জ থানার ওসি আ,জা,মো, মাসুদুজ্জামান বলেন,গত ১১ ই মে বাকেরগঞ্জ উপজেলার কাঠালিয়া ইসলামিয়া দারুসসুন্নাহ দাখিল মাদ্রাসার সুপার মাওঃআবু হানিফার মাথায় মল ঢেলে লাঞ্চনার পরে থানায় মামলা হলে গ্রেফতার এড়াতে পালিয়ে জায় আসামী জাহাঙ্গীর। তার পর আসামীকে খুজতে থাকে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি তদন্ত আব্দুল হকের নেত্রীত্বে গত বৃহঃবার সকাল ১০ ঘটিকায় প্রধান আসামী জাহাঙ্গীর খন্দকারকে পাবনা জেলার ভেড়া এলাকা থেকে গ্রেফতার করে। এ মামলায় অভিযুক্তরা হলেন,জাহাঙ্গীর খন্দকার, জাকির হোসেন জাকারিয়া, মোঃ মাসুম সরদার, মোঃএনামুল হাওলাদর, মোঃ রেজাউল খান,মোঃ মিনজু,সোহেল খন্দকার, ও মিরাজ হোসেন।বাকেরগঞ্জ উপজেলার জনগনের একটাই দাবী, আসামীদের দৃষ্টান্তমুলক শাস্তি দিয়ে বাকেরগঞ্জ তথা বাংলার মুসলমানদের অন্তর শান্ত করতে হবে। কারন ভবিষ্যতে যাতে বাকেরগঞ্জ তথা বাংলাদেশে এরকম জাহাঙ্গীর বাহিনী তৈরী না হয়।
Related Articles
সদর উপজেলায় জনমত জরিপে আখিঁ রাণী দাস ফুটবল মার্কায় এগিয়ে
স্টাফ রিপোটার: রাজু মিয়া।। আসছে আগামী ৩১ মার্চ আসন্ন নরসিংদী সদর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাই চেয়ারম্যান পদপ্রার্থী আখিঁ রাণী দাস এ্যাকাউটিং অনার্স, মাষ্টার্স, ছাত্রলীগের সদস্য নরসিংদী সরকারী কলেজ, শহর তাঁতী লীগের সদস্য ও সমাজ সেবীকা সৎযোগ্য প্রার্থী ফুটবল মার্কায় নিয়ে জনমত জরিপে এগিয়ে রয়েছেন। জনমত জরিপি করা হয়েছে দুইটি পৌরসভা ও বিভিন্ন গ্রাম মহল্লায়।
কুলিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যানের মাদক বিরোধী সংবাদ সম্মেলন
মোঃনূরুন্নবী ভূঁইয়া , কুলিয়ারচর সংবাদদাতা: কুলিয়ারচর উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইয়াসির মিয়া ২৬শে মে,২০২০ ইং তারিখে রোজ মঙ্গল বার দুপুর ১২ ঘুটিকার সময় চেয়ারম্যান ভিলায় নিজ বাস ভবনের সম্মুখে মাদক বিরোধী সংবাদ সম্মেলন আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান জনাব আলহাজ্ব ইয়াসির মিয়া বলেন, আমি উপজেলার চেয়ারম্যান হওয়ার পর যতক্ষন পর্যন্ত কুলিয়ারচর থাকি ততক্ষন পর্যন্ত […]
নরসিংদীর বেলাবতে এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার
নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়ন থেকে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির(৫০) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে নারায়ণপুরের 9 নং ওয়ার্ড নারায়ণপুর গ্রামে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি জমি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বেলাব থানার পুলিশ জানায় নারায়নপুর গ্রামের ঢাকা-সিলেট মহাসড়কের কাজী ফিলিং স্টেশনের বিপরীতে নির্জন এলাকা,এদিক দিয়ে কেউ রাএে চলাফেরা করে না। […]