মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্):
ডিএমপি, বংশাল থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির বিপিএম এর নেতৃত্বে এস.আই মোঃ রিয়াদ উদ্দিন ও এ এস.আই আব্দুল মমিন এক মাদক বিরোধী অভিযান চালিয়ে গত ৯ মে সকাল ১০ টায় থানাধীন মুকিম বাজার এলাকা থেকে মানিক (৪৫) ও সোহেল আহমেদ সান্টু (৫৩)কে আটক করে দেহ তল্লাসী করত ১শ ৫৫টি মানিকের কাছ থেকে এবং সোহেল আহম্মেদ সান্টুর কাছ থেকে ২৫টি ইয়াবা উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানায় মামলা নং-১৬, তাং-৯/৫/২১ দায়ের করা হয়েছে। এস.আই মোঃ মাসুম বিল্লাহ মামলাটি পুলিশী তদন্ত করছেন। এছাড়া অপর এক অভিয়ানে বংশাল থানাধীন কয়েৎটুলী ফাড়ির ইনচার্জ এস.আই মোঃ মাহবুবু হোসেন, এ.এস.আই মোঃ মনজুর রহমান ও এ.এস.আই মোঃ মোতালেব হোসেন সংগীয় ফোর্সদের নিয়ে এক অভিযান চালিয়ে থানাধীন আগাছাদেক রোড এলাকা থেকে আলী মোহাম্মদ (৩০), মোঃ সুমন (২৭) ও আঃ রহমান মুনীল (২৮)কে আটক করে দেহ তল্লাশী করত আলী মোহাম্মদের কাছ থেকে ১শ পুড়িয়া, সুমনের কাছ থেকে ৩০ পুরিয়া এবং আঃ রহমান এর কাছ থেকে ৪০ পুরিয়া হেরোইন উদ্ধার পূর্বক তাদেরকে গ্রেফতার করা হয়। এব্যাপারে থানার মামলা নং-৬, তাং-৪/৫/২১, দায়ের করা হয়েছে। এস.আই মোঃ আরিফ মাহমুদ মামলাটির তদন্ত করছেন বলে থানায় কর্তব্যরত সংশ্লিষ্ট কর্মকর্তা এ প্রতিবেদক দৈনিক সোনালী বার্তার সহকারী সম্পাদক, সমাধান টিভি ২৪ ডটকম এর ব্যবস্থাপনা পরিচালক এবং সততা ও বস্তুনিষ্ট সাংবাদিকতায় একাধিক স্বর্ণপদক পুরস্কার প্রাপ্ত লেখক ও কলামিষ্ট মোঃ লুৎফর রহমান (খাজা শাহ্) কে এক সাক্ষাতে জানান।