বিনোদন

ফাঁকা মাঠে গোল দিতে পারেননি শাকিব, ব্যর্থ অন্যরাও

এ.আর. মুশফিক : প্রতিবছর ঈদে মুক্তির মিছিলে থাকে প্রায় ডজন খানেক সিনেমা। ক্ষমতা আর বিগ বাজেট ও ‘হেভিওয়েট’ তারকার দৌড়ে শেষ পর্যন্ত প্রেক্ষাগৃহে মুক্তি পায় চার-পাঁচটি সিনেমা। গত ঈদুল আজহায় পাঁচটি সিনেমা মুক্তির মিছিলে থাকলেও শেষ পর্যন্ত একটি সিনেমা মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায়। এছাড়া অন্য একটি সিনেমা নামে মাত্র একটি প্রেক্ষাগৃহে ‍মুক্তি পায়।

শেষ পর্যন্ত ঈদুল আজহায় ‘ক্যাপ্টেন খান’, ‘মনে রেখো’ ও ‘জান্নাত’ নামের তিনটি সিনেমা সারাদেশে মুক্তি পায়। এই তিনটি সিনেমার মধ্যে বিগবাজেট ও ‘হেভিওয়েট’ তারকা রয়েছে ‘ক্যাপ্টেন খান’ সিনেমায়। অন্য দুটি সিনেমায় তুলনামূলক বাজেট ও তারকার খ্যাতি কম। সে হিসেবেই হয়তো ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি হল পেয়েছে ১৭০টি। অন্যদিকে ‘মনে রেখো’ ৬০টি এবং ‘জান্নাত’ ২২টি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির দৌড়ে এগিয়ে শাকিব খানের ‘ক্যাপ্টেন খান’। তবে ফাঁকা মাঠ পেয়েও গোল দিতে পারেননি শাকিব খান! অন্যরাও ব্যর্থ হয়েছেন বলে জানা যায়। মুক্তির এক সপ্তাহ পর কোন সিনেমাটি কেমন চলছে তা জানতে দেশের কয়েকজন হল মালিকের সঙ্গে কথা বলেন রাইজিংবিডির এই প্রতিবেদক।

শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের বেশি আগ্রহ। গত কয়েক বছর ধরেই এটা লক্ষ্য করা যাচ্ছে। তবে দর্শকদের হতাশ করেছে শাকিব খান অভিনীত ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি। নকলের অভিযোগ মাথায় নিয়েই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তির পর এ হতাশা প্রকাশ করেছেন শাকিব ভক্তরা। সিনেমাটি নকলের পাশাপাশি কাহিনি ও চিত্রনায়িকা বুবলীর অভিনয় দুর্বলতার কথা উঠে এসেছে। অন্যদিনে খল অভিনেতা মিশা সওদাগরের অভিনয়ের প্রশংসা করেছেন সিনেমাটি দেখতে আসা দর্শকরা।

রাজধানীর শ্যামলী হলে চলছে ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি। এ হলে দেখতে আসা দর্শক রবিন বলেন, ‘‘শাকিব খানের সিনেমা আমি সবসময়ই দেখি। তার মুক্তি পাওয়া সব সিনেমা আমার দেখা। ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি দেখতে এসে হতাশ হয়েছি। সিনেমাটিতে কোনো কাহিনি নেই। বুবলীর অভিনয় মোটেও ভালো লাগেনি। শুধু মিশা সওদাগরের অভিনয় ভালো লেগেছে।’’

শ্যামলী হলের ম্যানেজার হাসান বলেন, ‘‘ক্যাপ্টেন খান’ সিনেমাটি অ্যাকশন ঘরানার সিনেমা। এতে কাহিনি থাকলে ভালো হতো। এবারের ঈদে শুধু ‘ক্যাপ্টেন খান’ ভালো যাচ্ছে। তাও শুধু ইভিনিংয়ের শোটা। অন্যান্য শো ভালো যাচ্ছে না। ঈদের সময় দর্শক এতটা হল বিমুখ আগে কখনো হয়নি। এদিকে অন্য দুটি সিনেমা একেবারেই ভালো যাচ্ছে না।’’

চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা সিনেমা হলের স্বত্বাধিকারী ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘‘ঈদের দিন থেকে ‘মনে রেখো’ সিনেমাটি চালিয়েছি। কিন্তু এর সেল রিপোর্ট ভালো ছিল না। ঈদের সিনেমা যেভাবে চলার কথা সেভাবে চলেনি। তাই এ সপ্তাহে নামিয়ে ‘জান্নাত’ নিয়েছি। প্রথম দিন ‘জান্নাত’ ভালো গিয়েছে। এখন দেখার অপেক্ষা সামনে কেমন যায়।’’

ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। শান্ত এন্টারপ্রাইজ প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন সম্রাট, মিশা সওদাগর, বড়দা মিঠু, ডন, শিবা শানু, অমিত হাসান প্রমুখ। একই নির্মাতার ‘মনে রেখো’ সিনেমাটিতে মাহিয়া মাহির বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার বনি। এ ছাড়াও এতে অভিনয় করছেন- মিশা সওদাগর, তুলিকা, বিশ্বজিৎ প্রমুখ। হার্টবিট প্রোডাকশন প্রযোজিত রোমান্টিক-অ্যাকশনধর্মী এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। মোস্তাফিজুর রহমান নির্মিত ‘জান্নাত’ সিনেমায় সাইমন সাদিকের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। এছাড়াও অভিনয় করেছেন আলীরাজ, শিমুল খান ও মিশা সওদাগর। কাহিনি লিখেছেন সুদীপ্ত সাঈদ খান। চিত্রনাট্য রচনা করেছেন আসাদ জামান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *