আন্তর্জাতিক ডেস্ক : পূর্ব লন্ডনের ইলফোর্ডে একটি মসজিদের বাইরে গুলির ঘটনা ঘটেছে। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে এই ঘটনা ঘটে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, স্থানীয় সময় রাত ১০টা ৪৫ মিনিটে নামাজের সময় এ গুলির ঘটনা ঘটেছে। অস্ত্র হাতে এক ব্যক্তি সেভেন কিংস এলাকার হাই রোডের ওই মসজিদে প্রবেশ করে। এসময় ভেতরে থাকা লোকজন তাকে বের করে দেয়। ওই সময়েই একটি গুলির শব্দ পাওয়া যায়। এ ঘটনার পরপর ওই এলাকায় বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তাদের বিশ্বাস বন্দুক থেকে ফাঁকা গুলির শব্দ এসেছে। এর সঙ্গে সন্ত্রাসী হামলার কোনো সংশ্লিষ্টতা নেই।
ইব্রাহিম হুসেইন নামের এক মুসল্লি জানিয়েছেন, নামাজ শুরু হওয়ার আধা ঘন্টা পর গুলির শব্দ পাওয়া গিয়েছিল।
মসজিদের ইমাম মুফতি সুহাইল এক বিবৃতিতে বলেছেন, নামাজের সময় এক ব্যক্তি মসজিদে প্রবেশ করেছিল। নিরাপত্তা রক্ষার দায়িত্বে ভাইয়েরা ওই সন্দেহভাজনকে থামালে সে দৌড়ে পালিয়ে যায়।