আন্তর্জাতিক

পাসপোর্ট ভিসা না থাকায় ভৈরবে ২ বিদেশি নাগরিক আটক


জয়নাল আবেদীন রিটন:
পাসপোর্ট বিহীন অবৈধ ভাবে বাংলাদেশে বসবাস করার অপরাধে
কিশোরগঞ্জের ভৈরব দুর্জয় মোড় এলাকা হতে একজন লাইবেরিয়ান ও
নাইজেরিয়ান নাগরিক’কে আটক করেছে র‌্যাব-১৪, সিপিসি-৩, ভৈরব
ক্যাম্প সদস্যগণ।
র‌্যাব সুত্র জানায়, ভৈরব র‌্যাব ক্যাম্পের একটি টহল টিম ডিউটি করা কালে
সকাল সাড়ে দশটার সময় ভৈরব দুর্জয় মোড় বাসষ্ট্যান্ড এলাকায় দুইজন
বিদেশি নাগরিককে অবস্থান করতে দেখে। তাদের গতিবিধি সন্দেহ জনক
হওয়ায় বিষয়টি কোম্পানী কমান্ডারকে অবগত করেন টহল টিম। খবর পেয়ে
কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের এবং
স্কোয়াড কমান্ডার মোহাম্মদ বেলায়েত হোসাইন ঘটনাস্থলে উপস্থিত হয়ে টহল
টিমের সহায়তায় বিদেশী নাগরিক দ্বয়কে আটক করে। আটককৃত বিদেশী
নাগরিকদ্বয়কে পরিচয় জিজ্ঞাসা করিলে একজন লাইবেরিয়ান ও একজন
নাইজেরিয়ান নাগরিক বলে জানায় । কিন্তু তারা লাইবেরিয়ান ও নাইজেরিয়ান
নাগরিকের কোন পরিচয় পত্র এবং বাংলাদেশে অবস্থানের কোন বৈধ
পাসপোর্ট ভিসা দেখাতে পারেনি।
আটকৃতরা হলো ১. উরৎঁং ঘুঁসধয ঝহুফবৎ (২৬), গড়হৎড়াধ খরনবৎরধ, চবুহবংরুব 1. Dirus Nyumah Snyder (26), Monrova Liberia, Peynesiye
du part road A/P- Mosty Police Check Jooft Road, 2. Sunkanmi
ocsursemilusi (28), Victoria Iland, Logas Nigeria A/P- Rupali Lake City, Dhaka

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *