মো: শাহনুর , ভৈরব প্রতিনিধি ॥
কিশোরগঞ্জের কটিয়াদীতে চলন্ত বাসে শাহিনুর আক্তার তানিয়াকে গণ ধর্ষণের পর বাস থেকে ফেলে হত্যার ঘটনায় দোষীদের কঠোর শাস্তি ও ফাসিরঁ দাবীতে ভৈরবে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে । প্রথম আলো বন্ধু সভার আয়োজনে আজ বৃহস্পতিবার দুপুরে ভৈরব কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচী পালিত হয় । সকাল ১১টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত আধ ঘন্টাব্যাপী মানববন্ধনে চিকিৎসক, নার্স, শিক্ষার্থী , সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। তানিয়ার ধর্ষন ও হত্যাকারিদের বিচারের দাবীতে মানব বন্ধনে লোকজন বিভিন্ন শ্লোগান সম্বলিত লেখা প্লেকার্ড ফেষ্টুন হাতে নিয়ে প্রশাসনের কাছে বিচারের দাবী জানান। মানব বন্ধনে বক্তব্য রাখেন,পৌরসভার মেয়র এ্যাডঃ ফখরুল আলম আক্কাছ, ভৈরব টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশনের সভাপতি আষাদুজ্জামান ফারুক,সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান আমিন, ভৈরব রিপোর্টার্স ক্লাব ও ইউনিটর সাধঅরণ সম্পাদক আলাল উদ্দিন, ডাঃ আজিজুল হক স্বপন,ডাঃ মিজানুর রহমান কবির আবাসিক মেডিকেল অফিসার এন কে জাহাঙ্গির , সাংবাদিক কাজি মাসুম প্রমূখ। এ সময় বক্তারা বলেন,এ ধরনের ঘটানায় যারা জড়িত তাদেরকে কঠোর শাস্তি ও ফাসিঁর দাবী জানান ।