দেশজুড়ে

নরসিংদী জেলা হাসপাতালে করোনা পরীক্ষায় পিসিআর ল্যাব স্থাপনের ঘোষণা দিলেন শিল্পমন্ত্রী


নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর জেলায় করোনা সংক্রমন পরীক্ষা করতে পিসিআর ল্যাব স্থাপনের দাবী জানিয়ে কয়েকদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় চলছে। নরসিংদীর বিভিন্ন সামাজিক সংগঠনসহ হাজার হাজার জনতা এ দাবীতে সোচ্চার হয়ে ফেসবুকে তাদের মতামত প্রকাশ করতে থাকে। ল্যব স্থাপনের দাবীটি জনদাবীতে পরিণত হয়। নরসিংদীর সর্বস্তরের মানুষের এ দাবীর প্রতি দৃষ্টি আকর্ষিত হয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব ও প্রশাসনের। আজ শনিবার (৬জুন) নরসিংদীর কৃতিসন্তান বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি জনদাবীর প্রতি সম্মতি জানিয়ে জেলার করোনা পরিস্থিতির সার্বিক অবস্থা বিবেচনায় প্রশাসনের সমন্বয়ে নরসিংদী ১শ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে পিসিআর ল্যাব স্থাপনের ঘোষণা দেন। শিল্পমন্ত্রীর এ ঘোষণা মুহূর্তের মাঝে ছড়িয়ে যায় জেলাব্যাপী। আবারো সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্ত্রীর এ ঘোষণাকে সাধুবাদ জানিয়ে প্রচার প্রচারণায় মেতে উঠে হাজার হাজার জনতা। সেইসাথে নরসিংদীর জনপ্রতিনিধি ও প্রশাসনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করতে থাকে। সাধারণ মানুষের মতে, নরসিংদী জেলা একটি শিল্প এলাকা। এ জেলায় প্রায় ২৪লাখ মানুষের বসবাস। শিল্প কলকারখানা ও ব্যবসা সমৃদ্ধ জেলা হওয়ায় প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাজ করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *