স্টাফ রিপোটার : নরসিংদীর বেলাব উপজেলার উজিলাব গাংকুল পাড়ার মোঃ আমজাদ হোসেনের বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে তাছলিমা আক্তার (১৭) কে পার্শ্ববর্তী সম্পকিত মামা , মৃত আব্দুল রহমানের ছেলে মোঃ হাবিবুর রহমান হাবি (৪৫) কর্তৃক ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত বুধবার বিকাল তিন ঘটিকার সময় , ধর্ষিতার মা জানায় আমি বাড়িতে না থাকায় আমার বুদ্ধি প্রতিবন্ধি মেয়েকে ছলেবলে কৌশলে ডেকে নিয়ে হাবিব মিয়ার নিজের পোল্ট্রি ফার্মে জোর পূর্বক ধর্ষন করে । প্রত্যক্ষদর্শী মোঃ মিলন মিয়া ও আলমগীর হোসেন জানায় তাছলিমা হাবিব মিয়ার দূর্রসম্পর্কে ভাগনী হয় ,আগেও দু-তিনবার এরকম ঘটনা ঘটেছে বলে শুনেছি, কোন প্রমান না পাওয়ায় বিচার হয়নি, এবার হাতে নাতে এলাকাবাসীর কাছে ধরা পড়ায় ঘটনাটি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়। প্রথমে মিলন মিয়া ঘটনাটি মিমাংসার চেষ্টায় ব্যার্থ হয়ে ,মেয়েটিকে নিয়ে বেলাব থানায় রওনা দিয়ে উজিলাব বাজারে আসে এবং রহস্যজনিত কারনে মেয়েটিকে নিয়ে আবার বাড়িতে চলে যায় । পরবর্তিতে মিলন মিয়া সাংবাদিকদের জানায় টাকার বিনিময়ে ধামাচাপার আপ্রান চেষ্টা চলছে, এলাকায় এই নিয়ে তোলপাড় সৃষ্টি হচ্ছে । জনমুখে শুনা যাচ্ছে মিলন মিয়া ও এলাকার কিছু প্রভাবশালীদের নিয়ে ধর্ষক হাবিবের সাথে আতাত করে ধর্ষিতার পরিবারকে হুমকির উপরে রেখে জতসামান্য অর্থের বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে । এলাকাবাসী এ ঘটনার ন্যয্য বিচার দাবী করেছেন ।
Related Articles
ভৈরবে ১২তম “গনিত-ইংরেজি-ICT প্রতিযোগিতা-২০১৯ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান
সামাধান ডেক্স বাংলাদেশ গনিত ফাউন্ডেশন ও আইসিটি ট্রেনিং ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত ভৈরবে ১২তম “গনিত-ইংরেজি-ICT প্রতিযোগিতা-২০১৯ এর চ্যাম্পিয়নদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ শুক্রবার ৩.৩০ ঘটিকায় ভৈরব এমপি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ভবনে অনুষ্ঠিত হয়।এতে ৭০০ ছাত্র-ছাত্রী পরিক্ষায় অংশ গ্রহন করে ।এর মধ্যে ২০০ ছাত্র-ছাত্রী কৃতকার্য হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন এ কে এম […]
ঐক্যফ্রন্টের দাবি প্রত্যাখ্যান আওয়ামী লীগের
সমাধান ডেস্ক: নির্বাচন পিছিয়ে সরকারের মেয়াদ শেষ হওয়ার পর তত্ত্বাবধায়ক ব্যবস্থার আদলে নির্বাচন আয়োজনের দাবি করেছে ঐক্যফ্রন্ট। তবে দাবিটিকে অসংবিধানিক অভিহিত করে তা প্রত্যাখ্যান করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বুধবার গণভবনে প্রায় ৩ ঘণ্টা বৈঠক শেষে গণমাধ্যমকে এ কথা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্ট ১০ সদস্য বিশিষ্ট নির্বাচনকালীন উপদেষ্টা পরিষদের প্রস্তাব […]
ঘরবাড়ি নির্মাণে উপজেলাভিত্তিক মাস্টার প্ল্যান করতে হবে
সমাধান ডেক্স ঢাকা, ১৩ জুলাই – প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষিজমিতে বাড়িঘর নির্মাণ করে জমি নষ্ট করা একটা বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। কৃষিজমি রক্ষার জন্য একটা নীতিমালা বা মাস্টার প্ল্যান থাকা দরকার। এখন অনেকের টাকা-পয়সা হয়েছে। যে যেখানে খুশি দালান-কোঠা তুলছেন। যত্রতত্র বাড়িঘর ও দালান-কোঠা নির্মাণ করলে পরে তাদের নাগরিক সুবিধা দেওয়াও কঠিন হয়ে […]